
Most Trustworthy Zodiac: জীবনে সম্পর্ক, কাজ বা বড় কোনও সিদ্ধান্ত; সব ক্ষেত্রেই ভরসার মানুষ দরকার। কিন্তু সব মানুষ তো একরকম হন না। কেউ কেউ মুখে অনেককিছু বলেন, কিন্তু প্রয়োজনের সময় মুখ ফিরিয়ে নেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশিচক্রেই নাকি স্পষ্ট ইঙ্গিত থাকে কারা সত্যিই বিশ্বাসযোগ্য, আর কারা পরিস্থিতি বদলালে রং পাল্টাতে পারেন। গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করলে দেখা যায়, কিছু রাশির মানুষের চরিত্রে স্বভাবগতভাবেই থাকে দায়বদ্ধতা, সততা এবং কথা রাখার মানসিকতা। তাই তাঁদের উপর ভরসা করলে ঠকার আশঙ্কা তুলনামূলক কম। জ্যোতিষ বিশ্লেষণে এমনই চারটি রাশি রয়েছে, যাঁদের মানুষদের সবচেয়ে বিশ্বস্ত বলে মনে করা হয়।
১) বৃষ রাশি
বৃষ রাশির মানুষের সবচেয়ে বড় গুণ স্থিরতা। একবার কোনও প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করাই তাঁদের কাছে কর্তব্য। হঠাৎ সিদ্ধান্ত বদল বা আবেগে ভেসে যাওয়ার প্রবণতা কম। সম্পর্ক হোক বা কর্মক্ষেত্র; বৃষ রাশির মানুষ ধীরে চললেও নির্ভরযোগ্যভাবে কাজ শেষ করেন। বিশ্বাস ভাঙা তাঁদের স্বভাববিরুদ্ধ বলেই মনে করেন জ্যোতিষীরা।
২) কর্কট রাশি
কর্কট রাশির মানুষের আবেগ গভীর, কিন্তু সেই আবেগই তাঁদের বিশ্বস্ত করে তোলে। যাঁদের আপন করে নেন, তাঁদের জন্য শেষ পর্যন্ত পাশে দাঁড়ান। বিশ্বাসের জায়গায় তাঁরা অত্যন্ত সংবেদনশীল। কাউকে ঠকালে মানসিকভাবে নিজেই ভেঙে পড়েন। পরিবার, বন্ধু বা ঘনিষ্ঠ সহকর্মী; এই রাশির মানুষদের উপর ভরসা করা যায় বলে মত জ্যোতিষ মহলের।
৩) কন্যা রাশি
কন্যা রাশির মানুষের কাছে দায়িত্ববোধই সব। কাজের খুঁটিনাটি থেকে শুরু করে সম্পর্কের সূক্ষ্ম দিক; সব কিছুতেই তাঁরা অত্যন্ত সচেতন। কথা দিয়ে কথা রাখাটা তাঁদের কাছে নৈতিকতার প্রশ্ন। নিজের সুবিধার জন্য বিশ্বাস ভাঙা বা গোপন কথা ফাঁস করা কন্যা রাশির স্বভাবে খুব একটা দেখা যায় না। তাই কর্মক্ষেত্রে এঁরা অন্যতম ভরসাযোগ্য বলে পরিচিত।
৪) মকর রাশি
মকর রাশির মানুষ বাস্তববাদী এবং শৃঙ্খলাপরায়ণ। আবেগের চেয়ে দায়িত্বকে প্রাধান্য দেন বেশি। একবার দায়িত্ব নিলে, তা শেষ না করা পর্যন্ত শান্তি পান না। বিশ্বাসযোগ্যতা তাঁদের কাছে সামাজিক মূলধনের মতো। তাই সহজে কথা দেন না, কিন্তু দিলে তা ভাঙেনও না। দীর্ঘমেয়াদি সম্পর্ক বা বড় দায়িত্বের ক্ষেত্রে মকর রাশির মানুষদের উপর ভরসা করেন অনেকেই।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।