ভারতীয় ঐতিহ্যে যে কোনও ব্যক্তির জ্ঞান সবচেয়ে বেশি প্রশংসিত হয়। জ্ঞানী ব্যক্তির সম্মান করে এই সভ্যতা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি রাশির নিজস্ব গুণ ও দোষ থাকে। ১২টি রাশিই পরস্পরের চেয়ে আলাদা। তাই রাশি অনুযায়ী ব্যক্তির স্বভাব ও গুণ তৈরি হয়। তেমনই কয়েকটি রাশি রয়েছে যারা জ্ঞানের দিক থেকে এগিয়ে। জ্ঞানে তাঁদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারে না। সেই সব ৪ রাশির কথাই তুলে ধরা হল।
মকর রাশি- এই রাশির জাতক-জাতিকারা নিজেদের বুদ্ধিমত্তার জন্য পরিচিত। এই জ্ঞান তাঁদের জীবনে শৃঙ্খলা আনতে সাহায্য করে। দীর্ঘমেয়াদে কী ঘটতে চলেছে, ভবিষ্যতে কী হতে চলেছে সে সম্পর্কে আগাম জানতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। তাঁরা দেখেশুনে সিদ্ধান্ত নেন।
কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকারা হন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তাঁরা দেখেশুনে, বিস্তার চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। তাঁদের যে কোনও বিষয়ে গভীরে গিয়ে বোঝার দক্ষতা থাকে। ফলে আশেপাশে কী চলছে তা তাঁরা বুঝতে পারেন। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা। ফলে তাঁরা সঠিক সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত।
বৃশ্চিক রাশি- এই রাশির জাতক-জাতিকাদের বিশেষ জ্ঞান রয়েছে যা তাঁদের জীবনের খুঁটিনাটি গভীরভাবে জানতে সাহায্য করে। সেই সঙ্গে এই রাশির জাতক-জাতিকারা বুদ্ধিমত্তারও অধিকারী। তাঁরা সিদ্ধান্ত নিতে দক্ষ। সব কিছু ভেবেচিন্তে তাঁরা সিদ্ধান্ত নেন।
মীন রাশি- এই রাশির জাতক-জাতিকারা বুদ্ধিমত্তার অধিকারী। তাঁরা বিভিন্ন বিষয়ে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেন। মানুষের আবেগকে উপলব্ধি করতে পারেন। অন্যদের সঙ্গে সহজে মেলামেশা করার সহজাত ক্ষমতা রয়েছে তাঁদের। এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হন। সঠিক সিদ্ধান্ত নিতেও তাঁরা সক্ষম হন।