Advertisement

2026 Prediction Mulank 4: কঠিন পরিশ্রমে আসবে সাফল্য, মুলাঙ্ক ৪-এর কেমন কাটবে আগামী বছর?

নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। আর এই নতুন বছরে কাদের ভাগ্য সহায় হবে আর কাদের ভাগ্য মুষড়ে পড়বে, যা জানার আগ্রহ কম-বেশি সকলেরই। তেমনই মুলাঙ্ক ৪ জাতকদের জন্য নতুন বছর দারুণ সময় নিয়ে আসছে।

মুলাঙ্ক ৪-এর কেমন যাবে ২০২৬?মুলাঙ্ক ৪-এর কেমন যাবে ২০২৬?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2025,
  • अपडेटेड 6:41 PM IST
  • নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি।

নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। আর এই নতুন বছরে কাদের ভাগ্য সহায় হবে আর কাদের ভাগ্য মুষড়ে পড়বে, যা জানার আগ্রহ কম-বেশি সকলেরই। তেমনই মুলাঙ্ক ৪ জাতকদের জন্য নতুন বছর দারুণ সময় নিয়ে আসছে। যাঁদের জন্ম যে কোনও মাসের ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে হয়েছে, তাঁদের মুলাঙ্ক ৪। মুলাঙ্ক ৪-এর অধিপতি রাহু আর ২০২৬ সালে এই জাতকদের ওপর রাহুর ভরপুর কৃপা থাকবে। আসুন জেনে নিন নতুন বছরে মুলাঙ্ক ৪-এর কেরিয়ার, আর্থিক, স্বাস্থ্য, প্রেম, পরিবার কেমন যাবে। 

কেরিয়ার ও আর্থিক দিক
২০২৬ সালে মুলাঙ্ক ৪-এর কেরিয়ারে জবরদস্ত উন্নতি দেখাযাবে। বিশেষ করে যাঁরা নতুন কিছু করার যোজনা তৈরি করছেন, তাঁদের জন্য নতুন বছর বড় উপলব্ধি নিয়ে আসবে। ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময় বিশেষ। আর্থিক ক্ষেত্রে কিছু উত্থান-পতন হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কখনও কখনও লাভের কারণ হতে পারে, আবার কিছু ক্ষেত্রে ক্ষতির কারণও হতে পারে। অতএব, বিচক্ষণতার সাথে বিনিয়োগ করুন। আপনার আয় বৃদ্ধি পেতে পারে। 

ব্যক্তিগত সম্পর্ক
২০২৬ সালে মুলাঙ্ক ৪ জাতকদের জন্য সম্পর্ক গুরুত্বপূর্ণ থাকবে। অবিবাহিতদের বিয়ে হতে পারেন। যারা তাদের পছন্দের কাউকে বিয়ে করতে চান তাদের এই দিকে প্রচেষ্টা করা উচিত; তারা সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনও ভালো থাকবে। সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে। কাউকে প্রতারণা করার চেষ্টা করবেন না; এটি কেবল আপনার ক্ষতি করতে পারে। 

স্বাস্থ্য
২০২৬ সালে মুলাঙ্ক ৪-কে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এই সময় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন। মদ্যপান এড়িয়ে চলুন। কেউ ভাল পরামর্শ দিলে, তা মনোযোগ দিয়ে শুনুন। 

উপায়
নিজের সঙ্গে সঙ্গে অন্যকে নিয়েও ভাবুন। সুখকর জীবনের জন্য অন্যের কথার মান রাখাও দরকার। এছাড়াও বুধবার করে ব্রত রাখা ও গণেশকে দুর্বা চড়ান। এতে বিগড়ে যাওয়া কাজ সম্পূর্ণ হবে। মনোস্কামনা পূরণ হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement