Advertisement

Nag Panchami Rashifal: অগাস্টে নাগপঞ্চমী থেকে ভাগ্যোদয় ৪ রাশির, অর্থযোগ প্রবল

 এ বছর শ্রাবণ শুক্ল পঞ্চমী তিথি ২১ অগাস্ট, দুপুর ১২টা ২১ মিনিটে শুরু হবে। ২২ অগাস্ট ২ টোয় শেষ হবে। ২১ আগস্ট সোমবার পালিত হবে নাগপঞ্চমী।

নাগপঞ্চমীর রাশিফল। নাগপঞ্চমীর রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jul 2023,
  • अपडेटेड 7:19 PM IST
  • ২১ অগাস্ট নাগপঞ্চমী।
  • ৪ রাশির ভাগ্যোদয়।

শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে উদযাপিত হয় নাগ পঞ্চমী। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে, এই দিনে সাপের পুজো করা হয়। নাগ পঞ্চমীতে শিবের গলায় অলঙ্কার আকারে উপস্থিত সাপ দেবতাকে পুজো করা হয়। নাগ পঞ্চমীতে পূজা করলে আধ্যাত্মিক শক্তি, প্রচুর সম্পদ এবং কাঙ্খিত ফল পাওয়া যায়।  এ বছর কোন দিন পালিত হবে নাগ পঞ্চমী। 

নাগ পঞ্চমী কবে? এ বছর শ্রাবণ শুক্ল পঞ্চমী তিথি ২১ অগাস্ট, দুপুর ১২টা ২১ মিনিটে শুরু হবে। ২২ অগাস্ট ২ টোয় শেষ হবে। ২১ আগস্ট সোমবার পালিত হবে নাগপঞ্চমী। হিন্দু ধর্মে সাপকে পুজোর প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। নাগ পঞ্চমীর দিনে সাপের দেবতাকে দুধ নিবেদন করলে পুণ্য লাভ হয়। 
 

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতক- জন্য শুক্র সপ্তমে। এই সময়ে বিলাস ও সুখ বাড়বে আপনার। ভোগ-বিলাসে ব্যয় হবে। দাম্পত্য সুখ ও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল থাকবে। দূর-দূরান্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ধনু রাশি- ধনু রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। সৌভাগ্যের ঘরে শুক্রের গমনে অর্থলাভ হবে। ব্যবসার প্রসার বাড়বে। চাকরি ব্যবসায় পরিবর্তন আসতে পারে। কাজে ভাগ্যের সমর্থন পাবেন। দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে। 

মকর রাশি- মকর রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। পারিবারিক জীবনে সুখ বাড়বে। সময় অনুকূল থাকবে। আপনার বিলাসে খরচ হতে পারে।

কুম্ভ রাশি- ভাগ্যের সঙ্গ পাবেন। মনে থাকবে সুখ। এই রাশির জাতক-জাতিকারা পরম শুভ ফল পাবেন। কাজে উন্নতির যোগ। প্রেম ও বিবাহিত জীবনে শুভ ফল দেবে শুক্র। আপনার কাজে ভাগ্যের সহায়তা পাবেন। পিতার সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। প্রতিদিনের আয় বাড়বে। সুখ বাড়বে আপনার। 

 

Read more!
Advertisement
Advertisement