
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ হল একটি বিশেষ দিন। এই দিন বুধ এবং বৃহস্পতি একে অপরের থেকে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। দুই গ্রহের এই স্থিতি নবপঞ্চম রাজযোগ তৈরি করবে। আর এই যোগকে জ্যোতিষে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আসলে বুধ হল বুদ্ধি এবং ব্যবসা বৃদ্ধির গ্রহ। ওদিকে বৃহস্পতি হল জ্ঞান, সৌভাগ্য এবং বিস্তারের গ্রহ। আর এই দুই গ্রহ একে অপরের থেকে নির্দিষ্ট কোণে অবস্থান করার ফলে কিছু রাশির উন্নতি হবে নিশ্চিত। বাড়বে টাকা-পয়সা। পাশাপাশি সমাজে মানসম্মান বৃদ্ধি পাবে। তাই আর সময় নষ্ট না করে এমন ৫ রাশি সম্পর্কে জেনে নিন যাঁরা এই সময় বিশেষভাবে লাভবান হবেন।
মেষ রাশি
নবপঞ্চম রাজযোগের ফলে মেষ রাশির জীবনে খুবই উন্নতি হবে। এতদিন ধরে যেই সব কাজ আটকে ছিল সেগুলি হয়ে যাবে। যাঁরা চাকরির খোঁজ করছিলেন, তাঁরাও পেয়ে যাবেন। কার্যক্ষেত্রে আপনার পরিশ্রম ফল দেবে। পারিবারিক সমস্যা মিটে যাবে। ব্যবসায় উন্নতি হবে। তাই আপনারা ভাল সময় কাটানোর জন্য রেডি হয়ে যান।
মিথুন রাশি
নবপঞ্চম রাজযোগ মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। যার ফলে আর্থিক সমস্যা হয়ে যাবে দূর। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। বিনিয়োগের জন্য নেওয়া সব সিদ্ধান্ত আপনার পক্ষে যেতে পারে। শুধু তাই নয়, সমাজে মান এবং সম্মান বাড়ার সম্ভাবনাও রয়েছে।
সিংহ রাশি
এই রাশির জন্যও নবপঞ্চম রাজযোগ ভাল সময় নিয়ে আসবে। ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। হুট করে অনেকগুলো টাকার মুখ দেখতে পারেন। নতুন স্টার্টআপ তৈরি করতে পারেন। জীবনে পজিটিভ উত্তর পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যার ফলে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে যেতে পারেন।
তুলা রাশি
বুধ এবং বৃহস্পতির এই বিশেষ যোগের ফলে সুখ-সুবিধা বাড়বে এই রাশির জীবনে। যাঁরা চাকরি করছেন, তাঁরা ভাল ফল পাবেন। অন্যদের সাহায্য মিলবে। কাজ করতে হবে সুবিধা। এছাড়া আর্থিক লাভ হবে এই সময়। আপনার কথা পরিবারের লোকজন শুনবেন। আইনি মামলায় সফল হবেন।
ধনু রাশি
এই রাশির জন্য ভাল সময় আনবে রাজযোগ। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। ব্যবসায় এগিয়ে যাবেন। নতুন নতুন সুযোগ তৈরি হবে। সংসারে আসবে শান্তি। পাশাপাশি অর্থজনিত সমস্যা দূর হবে। তাই এখন থেকেই ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।