Advertisement

Vastu Tips For Home: বাস্তুর এই সহজ ৪ নিয়ম না মানলেই বিপদ, আর্থিক ক্ষতির মুখে পড়বেন

Vastu Tips For Home: জীবনে এবং বাড়িতে যদি সুখ-সমৃদ্ধি চান তবে বাস্তু শাস্ত্রের কয়েকটি নিয়ম মেনে আপনাকে চলতে হবে। বাস্তু শাস্ত্র মতে ব্যক্তির কিছু সাধারণ ভুল তাঁকে ঘোর দুঃখ-কষ্টে জড়িয়ে দিতে পারে। বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে নানান সমস্যা সৃষ্টি করে।

এই বাস্তু টিপস মানলে হবেন না কোনওদিন কাঙালএই বাস্তু টিপস মানলে হবেন না কোনওদিন কাঙাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2023,
  • अपडेटेड 6:52 PM IST
  • জীবনে এবং বাড়িতে যদি সুখ-সমৃদ্ধি চান তবে বাস্তু শাস্ত্রের কয়েকটি নিয়ম মেনে আপনাকে চলতে হবে। বাস্তু শাস্ত্র মতে ব্যক্তির কিছু সাধারণ ভুল তাঁকে ঘোর দুঃখ-কষ্টে জড়িয়ে দিতে পারে। বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে নানান সমস্যা সৃষ্টি করে।

জীবনে এবং বাড়িতে যদি সুখ-সমৃদ্ধি চান তবে বাস্তু শাস্ত্রের কয়েকটি নিয়ম মেনে আপনাকে চলতে হবে।  বাস্তু শাস্ত্র মতে ব্যক্তির কিছু সাধারণ ভুল তাঁকে ঘোর দুঃখ-কষ্টে জড়িয়ে দিতে পারে। বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে নানান সমস্যা সৃষ্টি করে। বাস্তু দোষের কারণে পারিবারিক কলহ, অর্থাভাব লেগেই থাকে, পাশাপাশি ব্যক্তির ওপর বিশাল পরিমাণে ঋণের বোঝা চাপে। এই ছোটখাটো ভুলই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পারিবারিক সুখ-শান্তি বজায় রাখতে ও সুখী-সমৃদ্ধ জীবনযাপনের জন্য বাস্তু কোন ভুলগুলি ভুলেও করবেন না ও কোন কোন বিষয়গুলি মেনে চলবেন জেনে নিন।

বাড়ির প্রবেশদ্বারের বাস্তু
বাস্তু অনুযায়ী, বাড়ির মুখ্য দরজায় কখনও ডাস্টবিন রাখতে নেই। এমন করলে লক্ষ্মী রেগে যাবেন। পাশাপাশি এটা বাস্তু দোষের কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া ঘরের প্রধান দরজা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান। বাড়ির দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিন রাখা শুভ। 

খাবার খাওয়ার নিয়ম
অনেকে হাত-পা না ধুয়ে বিছানায় বসে খাবার খান। তবে এর ফলে বাস্তু দোষ বাড়তে পারে। এই ভুলের ফলে ব্যক্তি দরিদ্র হতে পারে। তাই কখনও বিছানায় বসে খাবার খাবেন না এবং খেতে বসার আগে অবশ্যই হাত-পা ধুয়ে নেবেন।

রান্নাঘরের বাস্তু
রাতের বেলা রান্নাঘরে কখনও এঁটো বাসন রেখে দিতে নেই। কোনও কারণে রাতে এঁটো বাসন ধুতে না-পারলে তা রান্নাঘরে না-রেখে বাইরে রাখুন।

সন্ধ্যায় এই জিনিসগুলি দান নয়
বাস্তু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলা কাউকে দুধ, দই বা নুন দান করবেন না। এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে। পাশাপাশি কোষ্ঠীতে চন্দ্রের পরিস্থিতি দুর্বল হয়। সকালবেলা দান করা যেতে পারে। তবে সন্ধ্যাবেলা এই বস্তু ভুলেও দান করবেন না।

Read more!
Advertisement
Advertisement