
নতুন বছর একবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে। আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তারপরই ২০২৫-কে বিদায় জানিয়ে আমরা প্রবেশ করে যাব ২০২৬ সালে। আর নতুন বছরের শুরুতেই কিছু বড় গ্রহের চালে বদল আসবে। যার প্রভাব পড়বে ১২ রাশির উপরেই। শুধু তাই নয়, এই সালের শুরুতেই ৪ মহাসংযোগ এবং রাজযোগ তৈরি হবে। যার মধ্যে গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, মালব্য রাজযোগ এবং শুক্রাদিত্য রাজযোগ রয়েছে। জ্যোতিষ মতে, এই সব যোগ খুবই শুভ। এই সব যোগের জন্য জীবনে অনেক লাভ হবে। বিশেষত কিছু রাশি এই ৪ যোগের সুফল ভোগ করতে পারবে।
তাই আর সময় নষ্ট না করে এমন ৩ রাশির নাম জেনে নিন, যাদের নতুন বছরের শুরুর সময়টা দারুণ কাটবে।
বৃষ রাশি
২০২৬ সালের শুরুতে তৈরি হওয়া একাধিক যোগ বৃষ রাশির জন্য ভীষণ ভাল দিন বয়ে আনবে। এই সময়টা সুখে কাটবে। শুধু তাই নয়, মালব্য রাজযোগ এবং শুক্রের সঙ্গে থাকা যোগের প্রভাবে আর্থিক স্থিতিও ফিরবে। এই সময় চাকরি এবং ব্যবসা, দুই ক্ষেত্রেই ভাল সুযোগ আসবে। পারিবারিক জীবনে আসবে ভারসাম্য। নতুন সুবিধা পাওয়ার যোগ তৈরি হবে। যারা ব্যবসা করেন, তারা এই সময় বড় কোনও অর্ডার পেতে পারেন। অর্থাৎ এই সময়টা দারুণ কাটবে এই রাশির।
মিথুন রাশি
২০২৬ সালে মিথুন রাশিও বুধাদিত্য রাজযোগ এবং গজকেশরী যোগের প্রভাবে সুখের দিন কাটবে। কেরিয়ারে পরিচিতি পাবেন আপনরা। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। এতদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় মান সম্মানও বাড়বে। আর্থিক ক্ষেত্রে হবে উন্নতি। হাতে আসবে টাকা। পাশাপাশি খরচ করার ক্ষমতাও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে পারে।
তুলা রাশি
নতুন বছরের শুরুর সময়টা দারুণ কাটবে তুলা রাশির। বুধের সঙ্গে জড়িত যোগের জন্য পড়াশোনায় এগিয়ে যাবেন। পরীক্ষায় হবে ভাল ফল। শুধু তাই নয়, মিডিয়া এবং কমিউনিকেশন ক্ষেত্রে কর্মরতরাও জীবনে এগিয়ে যাবেন। এই সময় আপনার অর্থ সংকট কেটে যাবে। কেরিয়ারে আসবে স্থিরতা। এছাড়া অনেক দিনের কোনও সমস্যাও মিটে যাবে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।