
নভেম্বর ও ডিসেম্বর। ২০২৫ সাল শেষ হতে বাকি ২ মাস। গোটা বছরটা তো যেমন তেমন কাটল, শেষ দুই মাস ভালোয় ভালোয় কেটে গেলেই হল। জেনে নেওয়া যাক, শেষ দু'মাসের রাশিফল। জ্যোতিষশাস্ত্রে ৯টি গ্রহ। এই ৯টি গ্রহ পর্যায়ক্রমে রাশি পরিবর্তন করে। গ্রহদের রাশি পরিবর্তনের প্রভাব পড়ে ১২টি রাশির উপরে। আগামী ২ মাসে কয়েকটি গ্রহ রাশিও পরিবর্তন করবে। এই গ্রহ পরিবর্তন ৪ রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। ২০২৫ সালের শেষ ২ মাস তাঁদের জন্য সুখকর হবে। চলুন জেনে নিই, আগামী দুই মাস কোন কোন রাশির জাতক ও জাতিকারা শুভ ফল পাবেন।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকারা আনন্দময় মুহূর্ত উপভোগ করবেন। পরিবারে থাকবে সুখ। জীবনের ছোট ছোট আনন্দ উদযাপনের সুযোগ পাবেন। আটকে থাকা কাজগুলি শেষ হবে। বাড়বে আপনার মনের জোর। মানসিক শান্তি পাবেন। প্রতিটি ক্ষেত্রে সাফল্যের নতুন পথ খুলে দেবে। আয় বাড়বে।
সিংহ রাশি: এই সময়ে সিংহ রাশির জাতক ও জাতিকাদের আর্থিক লাভের সুযোগ। চাকরি, ব্যবসায় বিনিয়োগ থেকে ইতিবাচক ফল পাবেন। আয়ের উৎস তৈরি হবে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন। জীবন হবে সুখী। এই সময়ে ব্যয়ের প্রতি সচেতন থাকুন। যাতে লাভের পুরোপুরি সদ্ব্যবহার করা যায়।
বৃশ্চিক রাশি: এই ২ মাসে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা পাবেন ভাগ্যের সঙ্গ। তাঁরা চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ পাবেন। অতীতের কাজের ফল পাবেন আপনি। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক। স্বাস্থ্য ঠিক থাকবে। মানসিক শান্তি পাবেন। জীবনে ভারসাম্য আসবে। কাজে সাফল্য পাবেন।
ধনু রাশি: ধনু রাশির জাতক ও জাতিকাদের কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা। নতুন কাজ শুরু করতে পারেন। কেরিয়ারে এগিয়ে যাবেন। বাড়বে আপনার আত্মবিশ্বাস। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সুখবর পেতে পারেন। কেরিয়ার সংক্রান্ত মোড় বদল ঘটবে।