Advertisement

Numerology Horoscope 2023: ২০২৩-এ এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিদের ভাগ্যোদয়, অপার সাফল্য

২০২৩ সাল চলে এসেছে প্রায়। আর কয়েকদিনের অপেক্ষা। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। সকলেরই নতুন বছরে থাকে নিজের টার্গেট। সেই টার্গেট কী পূরণ হবে, কেমন হবে ২০২৩ সাল? সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন তারিখে জন্মানো ব্যক্তিদের ভাল যাবে নতুন বছর, চলুন জেনে নেওয়া যাক     

numerology predictions
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Dec 2022,
  • अपडेटेड 8:03 PM IST
  • ২০২৩ সাল চলে এসেছে প্রায়।
  • সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন তারিখে জন্মানো ব্যক্তিদের ভাল যাবে নতুন বছর

জ্যোতিষশাস্ত্রের মতো সংখ্যাতত্ত্বেও যে কোনও ব্যক্তির ভবিষ্যৎ গণনা করা যায়। সংখ্যা দিয়ে তাঁর স্বভাব ও প্রকৃতি সম্পর্কে মেলে একটা ধারণা। যেভাবে ১২টি রাশি রয়েছে সেভাবে সংখ্যাতত্ত্বে রয়েছে ৯ মূলাঙ্ক। মূলাঙ্ক নির্ভর করে ব্যক্তির জন্ম তারিখের উপরে। যেমন কারও জন্ম ১৫ তারিখে হলে তাঁর মূলাঙ্ক হবে ৬। কারও ২০ হলে মূলাঙ্ক ২ হবে। যেমন ১ ও ৫-এর যোগফল ৬। ২ ও ০-র যোগফল ২। এভাবেই মূলাঙ্ক থাকে ১ থেকে ৯ পর্যন্ত। 

২০২৩ সাল চলে এসেছে প্রায়। আর কয়েকদিনের অপেক্ষা। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। সকলেরই নতুন বছরে থাকে নিজের টার্গেট। সেই টার্গেট কী পূরণ হবে, কেমন হবে ২০২৩ সাল? সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন তারিখে জন্মানো ব্যক্তিদের ভাল যাবে নতুন বছর, চলুন জেনে নেওয়া যাক     
  
মূলাঙ্ক ৩- মাসের ৩, ১২, ২১ এবং ৩০ জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৩। এ বছর এই তারিখে জন্মানো ব্যক্তিদের দারুণ কাটবে।  জমি ও সম্পত্তির কাজে লাভ হবে। নতুন পরিকল্পনা করলে সফল হবেন। নতুন বছরে সব ক্ষেত্রেই উন্নতির যোগ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে থাকবে সুসম্পর্ক। বাড়বে আয়। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

মূলাঙ্ক ৬- মাসের ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক হবে ৬। ২০২৩ সালে আপনার ​​দুশ্চিন্তা দূর হবে। আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। বাইরে বেড়াতে যেতে পারেন। সঞ্চয় বাড়বে। অফিসের সহকর্মীদের ও বসের সঙ্গে সম্পর্ক ভাল হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। বেতন বৃদ্ধিও হতে পারে। বাড়ি, জমি ক্রয় করতে পারেন।  পারেন।

মূলাঙ্ক ৯- মাসের ৯, ১৮ ও ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৯। আপনি যা চাইছেন সেই ইচ্ছা পূরণ হবে ২০২৩ সালে। ব্যবসায় লাভবান করবেন। আপনি পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। সমাজে আপনার প্রতিপত্তি ও সম্মান বাড়বে। আপনার আর্থিক লাভ হবে। সুখবর পেতে পারেন। কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হবে। বাড়বে আয়। 

Advertisement

আরও পড়ুন- ২০২৩ সালে চাকরি-ব্য়বসায় তুঙ্গ সাফল্য ৫ রাশির, বাড়বে বেতন ও লাভ

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement