Advertisement

Mangal Favorite Number: মঙ্গলের প্রিয় সংখ্যা, এই তারিখে জন্মালেই পাবেন হনুমানজির কৃপা

Mangal Favorite Number: নবগ্রহদের মধ্যে মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। সংখ্যাতত্ত্বে মঙ্গল গ্রহের সংখ্যা ৯। যাঁরা মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে জন্মেছেন, তাঁদের মুলাঙ্ক ৯। আসলে প্রতিটি সংখ্যার সঙ্গে জুড়ে আছে এক-একটি গ্রহ। সংখ্যাতত্ত্ব অনুসারে, প্রতিটি মুলাঙ্কের অধিপতি আলাদা।

মঙ্গলের প্রিয় সংখ্যামঙ্গলের প্রিয় সংখ্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2025,
  • अपडेटेड 7:18 PM IST
  • নবগ্রহদের মধ্যে মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।

নবগ্রহদের মধ্যে মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। সংখ্যাতত্ত্বে মঙ্গল গ্রহের সংখ্যা ৯। যাঁরা মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে জন্মেছেন, তাঁদের মুলাঙ্ক ৯। আসলে প্রতিটি সংখ্যার সঙ্গে জুড়ে আছে এক-একটি গ্রহ। সংখ্যাতত্ত্ব অনুসারে, প্রতিটি মুলাঙ্কের অধিপতি আলাদা। সেরকমই ৯ নম্বরটি হনুমানজির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। বজরঙ্গবলী হলেন ৯ নম্বরের অধিপতি। আসুন জেনে নিন মঙ্গলের সংখ্যায় জন্ম হলে কী কী গুণ থাকে জাতক-জাতিকাদের। 

ভাল গুণ
৯ সংখ্যার ব্যক্তিরা মঙ্গল এবং হনুমানজির আশীর্বাদপ্রাপ্ত হন। এই ধরনের মানুষরা নির্ভাক ও সহনশীল হন। যাঁরা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে, হনুমানজির আশীর্বাদ সর্বদা তাঁদের সঙ্গে থাকে। এই সংখ্যার লোকেরা সাহসী, শক্তিশালী এবং উদ্যমী হন। সবচেয়ে কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেন। ছোট জায়গা থেকে বড় উচ্চতায় পৌঁছান এঁরা। সবচেয়ে কঠিন কাজ করে আনন্দ পান এঁরা। সাধারণত পুলিশ, আর্মি, অ্যাডভেঞ্চার বা টেকনিক্যাল ফিল্ড তাঁদের জন্য উপযুক্ত।

এঁদের দুর্বলতা
এই সংখ্যার জাতকরা একজন ব্যক্তিকে খারাপ কথা বলে ফেলেন। এই সংখ্যার ব্যক্তিরা জোর করে শাসন করতে চান। একগুঁয়েমিতে নিজেদের ক্ষতি করে বসেন। এই সংখ্যার মানুষদের যৌবনে অনেক সংগ্রাম করতে হয়। প্রায়ই আঘাতে ক্ষত হয় এবং অস্ত্রোপচার করতে হয়। বড়দের সঙ্গেও এঁরা খারাপ ব্যবহার করে। 

মঙ্গলের বছর 
২০২৫ সাল মঙ্গলের বছর। তাই এই বছর ৯ মুলাঙ্কের জাতকরা সবদিক দিয়ে লাভবান হবেন। এঁদের চাকরি-ব্যবসায় উন্নতি কেউ আটকাতে পারবেন না। আর্থিক দিক মজবুত হবে। শুধু তাই নয়, যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন। মঙ্গলের কৃপায় এঁদের দাম্পত্য জীবন খুব ভাল থাকে। কাই এই বছর চুটিয়ে উপভোগ করুন ৯ নম্বর মুলাঙ্করা। 
 

Read more!
Advertisement
Advertisement