নবমীর দিন থেকেই অক্টোবর শুরু হয়ে গিয়েছে। এই মাস জ্যোতিষ দৃষ্টি থেকে বেশ গুরুত্বপূর্ণ। মাসের প্রথমেই বুধ কন্যা রাশিতে উদয় হয়েছে। এরপর ৩ অক্টোবর ২০২৫-এ রাশি পরিবর্তন করবে। কন্যা থেকে বেড়িয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। আবার ৯ অক্টোবর সুখ-সৌভাগ্যের কারক গ্রহ শুক্র রাশিতে প্রবেশ করবে। এছাড়াও ১৭ অক্টোবর গ্রহের রাজা সূর্য কন্যা রাশি থেকে বেড়িয়ে শুক্রের রাশি অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে। এখানে প্রথম থেকেই বুধ বিরাজমান, তাই বুধাদিত্য যোগের সৃষ্টি করবে। এছাড়াও ১৯ অক্টোবর গুরু বৃহস্পতি মিথুন থেকে বেড়িয়ে কর্কট রাশিতে গোচর করবে। এছাড়াও ২৪ ও ২৭ অক্টোবরও গ্রহদের হেরফের হতে চলেছে। তাই অক্টোবর মাস বেশ লাভজনক। আর এই মাসে ৪ রাশির লাভ হতে চলেছে।
মেষ রাশি
মেষ রাশির জন্য অক্টোবর মাস খুবই শুভ বলে মনে করা হয়। আপনি চাকরি ও ব্যবসার ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। এই মাসে ইতিবাচক বদল আসবে। মানসিক শান্তি অনুভব করবেন এবং নতুন কিছু ভাবনা-চিন্তা করবেন। আপনার সফলতার দরজা এই মাসে খুলবে। আপনি চাকরির সঙ্গে কোনও দ্বিতীয় কাজও শুরু করতে পারেন। সমাজে মান-সম্মান বাড়বে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য অক্টোবর মাস দারুণ সময় নিয়ে আসবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কোনও পরিকল্পনা ব্যবসায় লাগাতে চাইলে তা সফলভাবে শুরু করতে পারবেন। মাসের মাঝামাঝি আপনার মধ্যেকার নেতিবাচকতা দূর হবে। আপনি সব কাজেই সফলতা পাবেন। মার্কেটে আটকে থাকা অর্থ পাবেন। আর্থিক পরিস্থিতি প্রথম থেকেই আরও ভাল হবে। আধ্যাত্মিক বিকাশ হওয়ার পর মানসিক শান্তি জীবনে আসবে। এই সময় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আদালতের মামলা থেকে স্বস্তি মিলবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। নতুন কিছু করার ইচ্ছা সম্পূর্ণ হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পড়ুয়াদের বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন পূরণ হবে। নিজের লক্ষ্যে অবিচল থাকবেন। সফলতা আসবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লাভ হবে। সুখ-শান্তি আসবে।
তুলা রাশি
আপনার জন্য এই সময় কল্যাণকারী পরিবর্তন নিয়ে আসবে। ব্যবসায় হওয়া লোকসান থেকে বাইরে আসবেন। আপনার জন্য কর্মক্ষেত্রে কিছু নতুন পরিকল্পনা আসবে। যার ফলে সফলতা ও উন্নতি আপনার পা ছোঁবে। আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। বিয়েতে কোনও বাধা আসলে তা কেটে যাবে। প্রেমের জীবনও ভাল হবে। সৃজনশীলতা আরও চমকপ্রদ হবে।