Advertisement

Budh Gochar 2025: অক্টোবরে জীবন বদল, বুধ গোচরে কোটিপতি, সাফল্য় ৩ রাশি

Budh Gochar 2025: অক্টোবর মানেই উৎসবের মরসুম। এবার দুর্গাপুজো তাড়াতাড়ি মিটে গেলেও এখনও সামনে দীপাবলি বাকি। আর এবারের দীপাবলির সময়েই আকাশে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বুধ গ্রহ।

Budh Gochar 2025: বুধ গোচরে ৩ রাশির লক্ষ্মীলাভ।Budh Gochar 2025: বুধ গোচরে ৩ রাশির লক্ষ্মীলাভ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 6:46 PM IST
  • দুর্গাপুজো তাড়াতাড়ি মিটে গেলেও এখনও সামনে দীপাবলি বাকি।
  • এবারের দীপাবলির সময়েই আকাশে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বুধ গ্রহ।
  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ বুদ্ধি, কথা আর ব্যবসার অধিপতি।

Budh Gochar 2025: অক্টোবর মানেই উৎসবের মরসুম। এবার দুর্গাপুজো তাড়াতাড়ি মিটে গেলেও এখনও সামনে দীপাবলি বাকি। আর এবারের দীপাবলির সময়েই আকাশে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বুধ গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ বুদ্ধি, কথা আর ব্যবসার অধিপতি। চাঁদের পর এটাই এমন এক গ্রহ, যে দ্রুত নিজের রাশি বদলায়। তাই মানুষের জীবনে এর প্রভাবও খুব দ্রুত ও স্পষ্ট দেখা যায়। চলতি বছর অক্টোবরের ৩ তারিখ ভোররাত ৩টা ৪৩ মিনিটে বুধ তুলা রাশিতে প্রবেশ করেছে। আগামী ২৪ অক্টোবর দুপুর ১২টা ৩৬ মিনিট পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এরপর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই দুইবারের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জীবনে বিশেষ প্রভাব পড়তে চলেছে। এর ফলে দীপাবলির ঠিক পরেই ৩ রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে।

মেষ রাশি:
বুধের এই স্থান পরিবর্তন মেষ রাশির জন্য ভীষণ শুভ। এতদিনের কষ্ট, চেষ্টা ও পরিশ্রমের ফল পাবেন হাতেনাতে। আপনার সমস্ত ইচ্ছা একে একে পূরণ হবে। বিশেষত যাঁরা পড়াশোনা করছেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য দারুণ সময় আসতে চলেছে। পড়াশোনা বা চাকরিতে মনোযোগ বাড়বে। জীবনে সাফল্য আসবে। ব্যবসায় বা চাকরিতে উন্নতির সুযোগও মিলতে পারে।

তুলা রাশি:
অক্টোবরে বুধ দুইবার রাশি বদলাবে। এই পরিবর্তনের ফলে তুলা রাশির জীবনে ইতিবাচক প্রভাব আসবে। এই সময়টায় আপনার অর্থভাগ্য তুঙ্গে থাকবে। পুরনো ঋণ শোধ হয়ে যাবে, আয় বাড়বে। আবার সঞ্চয়ও করতে পারবেন। নতুন কোনও বিনিয়োগের সুযোগ আসতে পারে। সংসারে শান্তি ফিরবে। মনেও প্রশান্তি আসবে।

মিথুন রাশি:
বুধের এই রাশি পরিবর্তনে মিথুন রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। হঠাতই নতুন আয় বা অর্থলাভের সুযোগ আসবে। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। পরিবারের তরফে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের বেতন বাড়ার যোগ রয়েছে।

জ্যোতিষীরা বলছেন, এই ৩ রাশির জীবনে দীপাবলির পর অর্থের প্রবাহ বাড়বে। এই সময়টা কাজে লাগান। পড়াশোনা, চাকরি বা ব্যবসায় মনপ্রাণ ঢেলে দিন। এতে আপনার ভবিষ্যত সুরক্ষিত হবে। বুধের এই শুভ অবস্থানের ফলে জীবনে সাফল্য, সম্মান আর স্থিতাবস্থা আসবে। তাই অক্টোবর মাসের এই গ্রহ পরিবর্তনকে ‘সোনার সুযোগ’ বলছেন বিশ্লেষকরা।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement