Advertisement

Panchgrahi Yog 2026: কুম্ভে পাঁচ রাশি এক হয়ে শক্তি বাড়াবে, ফেব্রুয়ারিতে দু'হাতে কামাবেন ৩ রাশি

২০২৬ সালের দ্বিতীয় মাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে আর জ্যোতিষ দৃষ্টিতে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসলে, ফেব্রুয়ারি মাসে সূর্য, বুধ, শুক্র ও রাহু একসঙ্গে কুম্ভ রাশিতে পঞ্চগ্রহী যোগের নির্মাণ করবে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ৩ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, ৬ ফেব্রুয়ারি শুক্র কুম্ভ রাশিতে আসবে, ১৩ ফেব্রুয়ারি সূর্য, ২৩ ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করবে কুম্ভে।

পঞ্চগ্রহী যোগ ফেব্রুয়ারিতেপঞ্চগ্রহী যোগ ফেব্রুয়ারিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 1:16 PM IST
  • ২০২৬ সালের দ্বিতীয় মাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে আর জ্যোতিষ দৃষ্টিতে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

২০২৬ সালের দ্বিতীয় মাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে আর জ্যোতিষ দৃষ্টিতে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসলে, ফেব্রুয়ারি মাসে সূর্য, বুধ, শুক্র ও রাহু একসঙ্গে কুম্ভ রাশিতে পঞ্চগ্রহী যোগের নির্মাণ করবে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ৩ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, ৬ ফেব্রুয়ারি শুক্র কুম্ভ রাশিতে আসবে, ১৩ ফেব্রুয়ারি সূর্য, ২৩ ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করবে কুম্ভে। আর এই রাশিতে রাহু আগে থেকেই বিরাজমান। আর এই ৫ গ্রহের মিলনে পঞ্চগ্রহী যোগের নির্মাণ হবে, যা কিছু রাশির ভাগ্য বদলাবে। 

মেষ রাশি
ফেব্রুয়ারিতে তৈরি হওয়া পঞ্চগ্রহী যোগ মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই যোগ কেরিয়ারে দ্রুতগতিতে উন্নতি নিয়ে আসবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। যারা চাকরি বদলাবেন বলে মনে করছেন, তারা ভাল সুযোগ পাবেন। বরিষ্ঠ লোকেদের সহযোগিতা পাবেন, যার ফলে আত্মবিশ্বাস বাড়বে। পরিশ্রমের ফল পাবেন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই পঞ্চগ্রহী যোগ খুবই শুভ বলে প্রমাণিত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আমদানির নতুন রাস্তা খুলে যাবে। পুরনো বিনিয়োগ থেকে সুবিধা পাবেন। পরিবারের সঙ্গে যুক্ত কোনও শুভ খবর পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে কোনও যোজনার ওপর কাজ করছেন, তাদের সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

কুম্ভ রাশি
পঞ্চগ্রহী যোগ কুম্ভ রাশিতে হতে চলেছে, তাই এদের আর্থিক লাভ তাগড়াই হবে। ভাগ্য মজবুত হবে, নতুন দায়িত্ব পেতে পারেন। কোনও যাত্রা থেকে উপকার পাবেন। মান-সম্মান ও পদ বাড়বে। চাকরিতে প্রমোশন বা নতুন দায়িত্ব পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত লোকেদের বড় চুক্তি হাতে আসতে পারে। সমাজ ও পরিবারে আপনার ভাবমূর্তি স্বচ্ছ হবে। 

  

Read more!
Advertisement
Advertisement