Advertisement

January Rajyog 2026: ১০০ বছর পর একসঙ্গে ট্রিপল রাজযোগ! ৩ রাশির জীবন তোলপাড়

January Rajyog 2026: প্রতিটি গ্রহই প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। আর সেই নিয়মেই নির্দিষ্ট সময় অন্তর গোচর সৃষ্টি হয়। সঠিক অ্যালাইনমেন্টে এলে এর থেকে বিভিন্ন শুভ রাজযোগের সৃষ্টি হয়। সেই রাজযোগের প্রভাব শুধু ব্যক্তিগত জীবনেই নয়, দেশ-দুনিয়ার উপরেও পড়ে। 

কোন কোন রাশির জন্য এই সময়টা বিশেষ অনুকূল, তা নিয়েই আজকের আলোচনা।কোন কোন রাশির জন্য এই সময়টা বিশেষ অনুকূল, তা নিয়েই আজকের আলোচনা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 9:04 PM IST
  • প্রতিটি গ্রহই প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে।
  • সঠিক অ্যালাইনমেন্টে এলে এর থেকে বিভিন্ন শুভ রাজযোগের সৃষ্টি হয়।
  • চলতি জানুয়ারি মাসেই এমন একাধিক গুরুত্বপূর্ণ রাজযোগ গঠিত হচ্ছে।

January Rajyog 2026: প্রতিটি গ্রহই প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। আর সেই নিয়মেই নির্দিষ্ট সময় অন্তর গোচর সৃষ্টি হয়। সঠিক অ্যালাইনমেন্টে এলে এর থেকে বিভিন্ন শুভ রাজযোগের সৃষ্টি হয়। সেই রাজযোগের প্রভাব শুধু ব্যক্তিগত জীবনেই নয়, দেশ-দুনিয়ার উপরেও পড়ে। জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা হয়েছে। চলতি জানুয়ারি মাসেই এমন একাধিক গুরুত্বপূর্ণ রাজযোগ গঠিত হচ্ছে। জ্যোতিষ মতে, গত ১৮ জানুয়ারি বুধ ও শুক্রের যুতিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। পাশাপাশি, মঙ্গল নিজের উচ্চ রাশিতে প্রবেশ করায় তৈরি হয়েছে রুচক মহাপুরুষ রাজযোগ। এর সঙ্গে আবার সূর্য ও বুধের যুতিতে সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ। একসঙ্গে তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলাতে পারে। এমনটাই মত জ্যোতিষীদের। আকস্মিক ধনলাভ, ভাগ্যোন্নতি এবং জীবনের নানা ক্ষেত্রে শুভ পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কোন কোন রাশির জন্য এই সময়টা বিশেষ অনুকূল, তা নিয়েই আজকের আলোচনা।

মকর রাশি (Makar Zodiac)
তিনটি রাজযোগ একসঙ্গে তৈরি হওয়ায় মকর রাশির জাতকদের জন্য ভাল সময় শুরু হতে পারে। জ্যোতিষ মতে, এই রাজযোগগুলি মকর রাশির লগ্ন ভাবে প্রভাব ফেলবে। তার ফলেই এই সময় আত্মবিশ্বাস বাড়বে। সামাজিক ও পেশাগত ক্ষেত্রে মান-সম্মান পাওয়ার সম্ভাবনাও জোরালো। পাশাপাশি, অপ্রয়োজনীয় খরচে লাগাম পড়তে পারে। আয়ের দিক থেকেও সুখবর মিলতে পারে বলে ইঙ্গিত। হঠাৎ করেই মুনাফার অঙ্ক বেড়ে যাওয়ার যোগ রয়েছে। যাঁরা নতুন চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের জন্যও শুভ সংবাদ আসতে পারে। দাম্পত্য জীবনে থাকবে স্থিতি ও সুখ। অবিবাহিতদের জীবনে বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বৃষ রাশি (Taurus Zodiac)
বৃষ রাশির ক্ষেত্রেও তিন রাজযোগের প্রভাব বিশেষ লাভজনক হতে পারে। কারণ এই রাজযোগগুলি বৃষ রাশির ভাগ্যস্থানে তৈরি হচ্ছে। জ্যোতিষ মতে, এই সময় ভাগ্য সহায় হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগোতে পারে। পাশাপাশি, দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ধর্মীয় বা কোনও মঙ্গল অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। পড়ুয়াদের জন্য সময়টা ইতিবাচক। পড়াশোনায় ভাল ফল মিলতে পারে। বহুদিনের ইচ্ছাপূরণ হওয়ার যোগও রয়েছে বলে মত জ্যোতিষীদের।

Advertisement

মীন রাশি (Meen Zodiac)
মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও এই তিন রাজযোগ অনুকূল ফল দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাজযোগগুলি মীন রাশির আয় ও লাভস্থানে গঠিত হচ্ছে। তার ফলেই আয় বাড়ার জোরালো সম্ভাবনা। নতুন আয়ের পথ খুলতে পারে। বিনিয়োগ থেকে লাভ পাওয়ার যোগ রয়েছে। এই সময় করা বিনিয়োগ ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে লাভ দিতে পারে বলে ইঙ্গিত। পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও মিষ্টতা বাড়বে। সন্তানের দিক থেকে সুখবর আসতে পারে। পাশাপাশি, কোনও এক পুরনো মনোকামনা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement