Advertisement

Aggressive Rashi: পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে এই রাশির জাতকরা, বিয়ে করলে সাবধান!

Aggressive Rashi: কোথাও কোমল কথায় মানুষকে সন্তুষ্ট করার ক্ষমতা, আবার কোথাও বিন্দুমাত্র উত্তেজনায় ঝগড়া বাধিয়ে দেওয়ার প্রবণতা। পাঁচটি রাশির জাতকদের ক্ষেত্রে এই স্বভাব বিশেষ ভাবে দেখা যায়।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 11:40 PM IST

Aggressive Rashi: জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী মানুষের স্বভাব-চরিত্র আলাদা ভাবে প্রকাশ পায়। কোথাও কোমল কথায় মানুষকে সন্তুষ্ট করার ক্ষমতা, আবার কোথাও বিন্দুমাত্র উত্তেজনায় ঝগড়া বাধিয়ে দেওয়ার প্রবণতা। পাঁচটি রাশির জাতকদের ক্ষেত্রে এই স্বভাব বিশেষ ভাবে দেখা যায়।

মেষ রাশি
মেষ রাশির উপর প্রভাব মঙ্গলের। ফলে স্বভাবের দাপট, তেজ, রাগ—সবই রয়েছে জন্মগত ভাবে। ধৈর্য কম হওয়ায় কথা বলার আগে বিচার-বিবেচনা সব সময় আসে না। রেগে গেলে কী বলা উচিত আর কী নয়, তার ভাবনা থাকে না বললেই চলে। সাহসী হওয়ায় পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে ভয় পায় না, আর সেখানেই অনেক সময় ঝগড়া তৈরি হয়।

মিথুন রাশি
এই রাশি শাসন করে বুধ। পরিবারের প্রতি মমত্ববোধ আর বন্ধুত্বের সম্পর্কে গভীর আবেগ—মিথুন জাতকদের বড় পরিচয়। প্রিয়জনের বিরুদ্ধে কেউ কিছু বললে তারা চুপ করে থাকেন না। ভুল-শুদ্ধ বিচার না করেই তৎক্ষণাৎ কথার লড়াই শুরু হয়ে যায়।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। স্বভাবের মধ্যে নেতৃত্বগুণ, আত্মসম্মান আর রাজকীয়তার প্রভাব স্পষ্ট। অসম্মানজনক কথা একেবারেই সহ্য করতে পারে না এরা। নিজের ইচ্ছে বা মতের বিরুদ্ধে কিছু ঘটলে দ্রুত রেগে যাওয়ার প্রবণতা থাকে, ফলে বিবাদ বাধে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিকের উপরও মঙ্গলের প্রভাব। এই রাশির জাতকরা অযথা ঝগড়া করতে চান না ঠিকই, কিন্তু কথার মাধ্যমে অন্যকে উস্কে দেওয়ার ক্ষমতা রাখেন। তাদের কথার দৃঢ়তা, তীক্ষ্ণতা এবং সোজাসুজি বলা—সব মিলিয়ে অনেক সময় অকারণে বিরোধ তৈরি হয়।

কন্যা রাশি
কন্যা রাশিকে শাসন করে বুধ। ন্যায়বোধ অত্যন্ত প্রবল। অন্যায় দেখলে মুখ বন্ধ রাখতে পারে না। বিশেষ করে দুর্বল, গরিব বা অসহায় কেউ আক্রান্ত হলে এরা প্রতিবাদ করতেই এগিয়ে আসে। সেখান থেকেই বহু সময় তর্ক-বিতর্ক তৈরি হয়।

 

Read more!
Advertisement
Advertisement