Advertisement

Rahu Dosh Remedy : বিপুল ক্ষতি অর্থ-স্বাস্থ্যের? রাহুকে শান্ত রাখার উপায় জানুন

কুণ্ডলীতে রাহুর দোষ থাকলে ব্যক্তি মানসিক, শারীরিক ও আর্থিক সমস্যায় জর্জরিত থাকে। রাহুর দুর্বলতার লক্ষণগুলো সময়মতো শনাক্ত করা গেলে জ্যোতিষশাস্ত্রীয় কিছু ব্যবস্থার মাধ্যমে সেগুলি দূর করা যায়। চলুন জেনে নেওয়া যাক রাহু দোষের লক্ষণ এবং তা থেকে মুক্তির উপায়।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Apr 2023,
  • अपडेटेड 6:44 PM IST
  • রাহুর দোষ খুবই গুরুতর
  • প্রচুর ক্ষতি আনে জীবনে
  • জেনে নিন দোষ মুক্তির উপায়

রাহুকে জ্যোতিষশাস্ত্রে অন্যতম অশুভ গ্রহ হিসাবে ধরা হয়। বলা হয়, যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে রাহুর দোষ থাকে তাহলে সেই ব্যক্তিকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কুণ্ডলীতে রাহুর দোষ থাকলে ব্যক্তি মানসিক, শারীরিক ও আর্থিক সমস্যায় জর্জরিত থাকে (Rahu Dosha Effects)। রাহুর দুর্বলতার লক্ষণগুলো সময়মতো শনাক্ত করা গেলে জ্যোতিষশাস্ত্রীয় কিছু ব্যবস্থার মাধ্যমে সেগুলি দূর করা যায়। চলুন জেনে নেওয়া যাক রাহু দোষের লক্ষণ এবং তা থেকে মুক্তির উপায়।
 
কুণ্ডলীতে রাহু দোষের লক্ষণ
১. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি রাশিচক্রে রাহু দোষ থাকে, তাহলে সেই ব্যক্তি হঠাৎ করে খারাপ খবর পেতে পারেন।

২. রাহুদোষে আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যের উপর গভীর প্রভাব পড়ে। এমন ব্যক্তির ঘুম কম হতে শুরু করে। আর ঘুমোলেও ভয়ানক স্বপ্ন দেখেব, যার কারণে তিনি ভাল করে ঘুমোতে পারেন না। সবসময় একটা ভয়ের অনুভূতি থাকে। যার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে।

৩. কুণ্ডলীতে দুর্বল রাহু ব্যক্তির মানসিক উত্তেজনা বৃদ্ধি করে। অন্যদিকে রাহুর অবস্থান যদি জন্মকুণ্ডলীতে ভাল থাকে তাহলে সেই ব্যক্তি প্রতিটি কাজে সাফল্য পান। ধন-সম্পদ লাভের পাশাপাশি ব্যক্তি জীবনে উচ্চ পদে পৌঁছে যান।

আরও পড়ুন

কুন্ডলীতে রাহুর দোষ দূর করার উপায় (Rahu Dosh Remedy)
১.
রাহুর পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে, ব্যক্তির প্রতিদিন শিবলিঙ্গে জলাভিষেক করা উচিত।

২. যদি রাহুর দোষ প্রশমিত করতে হয়, তবে ব্যক্তিকে রৌপ্য অলঙ্কার পরতে হবে। এতে ব্যক্তির মন শান্ত থাকবে।

৩. রাহুর দুর্ভোগ এড়াতে ভ্রম ও শীতল প্রাণায়াম করা উপকারী।

৪. যদি রাহুর ক্রোধ কোনও ব্যক্তির উপর খুব বেশি হয় তবে তার জন্য রাহু শান্তির আচার করা যেতে পারে।

৫. রবিবার ভৈরবজির দর্শন করলে উপকার পাওয়া যায়। রাহুর প্রভাবে কোনও সংকট দেখা দিলে তা কেটে যায়।

৬. রাহুর ক্রোধ এড়াতে, ব্যক্তিকে কালো বা নীল রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়।

Advertisement

৭. যদি কোনও ব্যক্তির ব্যবসা থাকে এবং রাহু দোষ থাকে, তবে সেই ব্যক্তিকে গণেশেরজির পুজো করার পরামর্শ দেওয়া হয়।

৮. রাহু যদি অশুভ ফল দেয়, তাহলে আপনার কাছে একটি হাতির মূর্তি রাখুন এবং মাংস ও মদ সেবন থেকে দূরে থাকুন। 

 

Read more!
Advertisement
Advertisement