
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ২০২৬ সালে একাধিক ছোট ও বড় গ্রহ রাশি ও নিজের নক্ষত্র পরিবর্তন করে। যার ফলে পাপী গ্রহ রাহুও রয়েছে। জেনে রাখুন রাহু গ্রহ ২০২৬ সালে রাহু রাশি ও নক্ষত্র উভয়ই বদলাবে। রাহু ৫ ডিসেম্বর ২০২৬ সালে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে গোচর করবে। এর আগে রাহু ২ অগাস্ট রাহু কুম্ভ রাশিতে থেকেই ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। এরকম অবস্থায় রাহুর ডাবল গোচর কিছু রাশির ভাগ্য বদলাতে চলেছে। আসুন জেনে নিন সেই সৌভাগ্যশালী রাশি কারা।
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। টাকা সঞ্চয় করতে সফল হবেন। মান-সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে। এরই সঙ্গে ব্যবসায় নতুন পরিকল্পনা করতে পারেন এবং নতুন প্রজেক্টে কাজ শুরু করতে পারেন। ভবিষ্যতে লাভবান হবেন। আপনার পদোন্নতি হতে পারে।
মিথুন রাশি
রাহু গ্রহের ডাবল গোচর মিথুন রাশির জাতকদের জন্য শুভ ফল নিয়ে আসবে। এই সময় ভাগ্যের পুর সঙ্গ পাবেন। বেকার লোকেরা এই সময় চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল অর্থলাভ হবে। এরই সঙ্গে গবেষণা ক্ষেত্রের সঙ্গে যুক্ত লোকেদের লাভ হতে পারে। সুখ-সুবিধার জন্য কিছু টাকা খরচ হতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীদের পরাস্ত করতে জয়ী হবেন। আপনার চতুরতা সফলতা নিয়ে আসবে। ব্যবসা ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে এবং আপনার আয়ের রাস্তা খুলে যাবে।
তুলা রাশি
রাহুর ডাবল গোচর ২০২৬ সালে এই রাশিকে উন্নতির শিখরে নিয়ে যাবে। সন্তানের পক্ষ থেকে কোনও সুখবর পাবেন। আকস্মিক অর্থলাভ হবে। গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। আপনার মান-সম্মান বৃদ্ধি ও কেরিয়ার আরও উঁচুতে উঠবে। আপনি কোনও সফর করতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন।