Rahu Gochar 2023: জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হল ছায়া গ্রহ। ছায়া গ্রহ হওয়া সত্ত্বেও রাহুর চালচলনের সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবনে। সেজন্য রাহুর রাশি পরিবর্তনের কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসে পরিবর্তন। তেমনই কিছু মানুষ অসুবিধায় পড়েন। ২০২৩ সালের ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় মেষ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে রাহু। ফলে আগামী বছর থেকে তিন রাশির জীবনে আসছে পরিবর্তন।
মেষ রাশি- রাহুর রাশি পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক-জাতিকারা অর্থলাভ করবেন। তাঁদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। আয় বৃদ্ধির পাশাপাশি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান বাড়বে। এই রাশির জাতক জাতিকা-জাতিকাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা প্রবল। মেষ রাশিতে রাহুর রাশি পরিবর্তন হবে একাদশ ঘরে। যে কারণে অর্থনৈতিক লাভ হবে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে টাকাও। সেই সঙ্গে ব্যবসা ও কর্মজীবনে লাভ হবে। আপনার বুদ্ধিমত্তা, দক্ষতা এবং বিচক্ষণতার প্রশংসা করবেন সকলে।
কর্কট- নতুন বছরে রাহুর রাশি বদল কর্কট রাশির জন্য শুভ হতে চলেছে। এই সময়ে ব্যবসায় লাভবান হবেন। কিনতে পারেন নতুন বাড়ি বা গাড়ি। এই সময় ধৈর্য এবং সংযম অনুশীলন করুন। রাহুর রাশি পরিবর্তনের সময় আপনার আটকে থাকা কোনও কাজ শেষ হতে পারে। রাহু এই রাশির দশম ঘরে থাকবে। সেজন্য এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে উন্নতি করবেন। শুধু তাই নয় এই রাশির জাতক-জাতিকারা যদি ব্যবসা শুরু করার কথা ভাবেন তাহলে এটাই সেরা সময়। দশম ঘরে রাহুর গমনের কারণে পিতার স্বাস্থ্যের সামান্য অবনতি ঘটবে। সরকারি সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুবিধা পাবেন। ভ্রমণের সম্ভাবনা আছে। বিদেশ থেকে আর্থিক লাভও হবে। লক্ষ্য অর্জনে সফল হবেন। আয়ের বিভিন্ন উৎস তৈরি হবে।
মীন- মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা লাভজনক হতে চলেছে। আর্থিক উন্নতি হতে পারে আপনার। ধার দেওয়া টাকা উদ্ধার করতে পারেন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ভালো খবর পেতে পারেন। রাহুর এই রাশির দ্বিতীয় ঘরে থাকবে। এ কারণে এই রাশির জাতক-জাতিকারা প্রচুর অর্থ লাভ করবেন। কোথাও বিনিয়োগ করার কথা ভেবে থাকলে এটা সেরা সময়। কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যোগে কর্মজীবনে সাফল্যের পাশাপাশি পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ থাকলে তা একেবারে বাড়তে দেবেন না। এর পাশাপাশি আপনার কথাবার্তায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। অন্যথায় সম্পর্কের অবনতি হতে পারে।