Advertisement

Rahu Ketu Rashifal: রাহু-কেতুর কৃপায় একগুচ্ছ রাশির ভাগ্যে মোটা লাভ, হবে সম্পত্তির বর্ষা

২০২৫ সালের মাঝামাঝি রাহু ও কেতু রাশি পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষমতে এই রাশিচক্র পরিবর্তন অনেকের জীবনে সম্পদ, প্রমোশন ও জয়যাত্রা বয়ে আনবে। জেনে নিন কোন রাশির ভাগ্য খুলবে, কার সম্পত্তিতে ফুলেফেঁপে উঠবে।

রাহু-কেতুর কৃপায় একগুচ্ছ রাশির ভাগ্যে মোটা লাভ, হবে সম্পত্তির বর্ষারাহু-কেতুর কৃপায় একগুচ্ছ রাশির ভাগ্যে মোটা লাভ, হবে সম্পত্তির বর্ষা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2025,
  • अपडेटेड 5:45 PM IST

রাহু ও কেতুর গোচর (Transit) বহু মানুষ ও ব্যবসার ভাগ্য বদলে দিতে পারে—এমনটাই মত বিশিষ্ট জ্যোতিষবিদদের। ২০২৫ সালের ২০ জুলাই রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তন বহু রাশির জন্য সুবর্ণ সুযোগের দরজা খুলে দেবে, বিশেষ করে আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে।

রাহু যেখানে প্রবেশ করে সেখানে আকস্মিক সাফল্য, প্রযুক্তি ও বিদেশ সংযোগ নিয়ে আসে, আর কেতু আত্মিক উন্নতি ও পুরনো ঋণের নিষ্পত্তি ঘটায়। ফলে এই রাশিচক্রে পরিবর্তনের ফলে কারও ঘরে আসবে নতুন প্রপার্টি, কেউ পাবেন প্রোমোশন, আবার কারও দীর্ঘদিনের আর্থিক সংকট কেটে যাবে।

কোন কোন রাশি লাভবান হবে রাহু-কেতুর প্রভাবে?
১. মেষ: বিদেশ যাত্রা ও উচ্চশিক্ষার সুযোগ বাড়বে।
২. বৃষ: জমি-বাড়ির যোগ প্রবল। পারিবারিক ধনলাভ।
৩. কর্কট: পুরনো জমিজমার কাগজপত্রের জট খুলবে।
৪. সিংহ: ব্যবসায় বড় বিনিয়োগে লাভ। সম্পত্তি বৃদ্ধি।
৫. কন্যা: কেতুর প্রভাবে ঋণমুক্তির সম্ভাবনা।
৬. ধনু: রাহুর প্রভাবে প্রযুক্তি ও স্টার্টআপে সাফল্য।
৭. মীন: আকস্মিক ধনাগম ও পুরনো জমির মালিকানা ফিরতে পারে।
৮. মকর: কর্মক্ষেত্রে উন্নতি ও বড় ফ্ল্যাট কেনার সম্ভাবনা।

সতর্ক রাশিগুলি:
তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাবধানতা অবলম্বন করা উচিত। সিদ্ধান্তে ধৈর্য ও সতর্কতা প্রয়োজন।

 

Read more!
Advertisement
Advertisement