Advertisement

Shani Rahu Ketu Rashifal: হোলির পর ঘর বদলাবে শনি-রাহু-কেতু, ৩ রাশি বিশেষ সাবধান

Shani Rahu Ketu Rashifal: মার্চ মাস শেষ হওয়ার আগে অর্থাৎ শনি ২৯ মার্চ রাত ১১ টা ০১ মীন রাশিতে প্রবেশ করবে। কাদের খারাপ সময় শুরু হবে এ সময় এই রাশির জাতক জাতিকাদের খুব সব খারাপ সময় শুরু হবে। কোনও কাজেই তারা জীবনে এগিয়ে যেতে পারবেন না। জীবনে নানান সমস্যায় ভুগতে হবে তাদের। জানেন সেই রাশি তালিকায় কারা রয়েছেন? দেখুন তো আপনি রয়েছেন কিনা?

হোলির পর ঘর বদলাবে শনি-রাহু-কেতু, ৩ রাশি বিশেষ সাবধানহোলির পর ঘর বদলাবে শনি-রাহু-কেতু, ৩ রাশি বিশেষ সাবধান
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Mar 2025,
  • अपडेटेड 6:30 PM IST

Shani Rahu Ketu Rashifal: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কোনও রাশির ব্যক্তিদের জীবনে শুভ হতে পারে, আবার কোনও রাশির ব্যক্তিদের জীবনের ওপর খারাপ প্রভাব ফেলে।

চলতি বছর হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ। এই বিশেষ উৎসবের পরেই গতিপথ বদল করবে শনি গ্রহ, নক্ষত্র বদল করবে রাহু ও কেতু গ্রহ। এসময় কোন রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হচ্ছে, জানুন। ১৬ মার্চ সন্ধে ৬ টা ৫০ মিনিটে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ ঘরে প্রবেশ করবে। কিন্তু কেতু উত্তরা ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে।

মার্চ মাস শেষ হওয়ার আগে অর্থাৎ শনি ২৯ মার্চ রাত ১১ টা ০১ মীন রাশিতে প্রবেশ করবে। কাদের খারাপ সময় শুরু হবে এ সময় এই রাশির জাতক জাতিকাদের খুব সব খারাপ সময় শুরু হবে। কোনও কাজেই তারা জীবনে এগিয়ে যেতে পারবেন না। জীবনে নানান সমস্যায় ভুগতে হবে তাদের। জানেন সেই রাশি তালিকায় কারা রয়েছেন? দেখুন তো আপনি রয়েছেন কিনা?

বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর রাহু ও শনির অশুভ প্রভাব পড়বে। তাই তাদের জীবনে নানান সমস্যায় আসবে। প্রেম জীবনেও তাদের সমস্যা দেখা দেবে। এসময় মানসিক চাপ বাড়তে থাকবে। পেটের সমস্যায় ভুগতে হবে আপনাকে। শরীর খারাপ বলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অংশীদারিত্ব ব্যবসায়ে একদমই বিনিয়োগ করবেন না।

ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহদের অশুভ প্রভাব পড়বে। তাদের মানসিক চাপ বাড়বে। কর্মজীবন থেকে ব্যবসায় নানান সমস্যা আসবে। এসময় আপনার অর্থহানি হতে পারে। অযথা কারোর থেকে ঋণ নেবেন না, কাউকে ঋণ দেবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে, সেখানে অর্থহানি হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন।

Advertisement

কুম্ভ রাশি (Aquarious)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত অশুভ সময় শুরু হচ্ছে। এসময় শরীর আপনার একদমই ভালো যাবে না আপনার। হোলির পর থেকে জীবনে নানান সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে আপনাকে। গাড়ি চালালে সাবধানে চালাবেন। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে। অফিসে নানান সমস্যায় পড়তে হবে আপনাকে। এসময় পারিবারিক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনেও খুব সমস্যার মধ্যে পড়তে হবে আপনাকে।



 

Read more!
Advertisement
Advertisement