রাহু ২০২৫ সালের ১৮ মে রবিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শনি-শাসিত কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। এই ঘটনা ঘটছে ৮ বছর পর। রাহু সর্বদা বক্র গতিতে চলে। তাই তারা এক রাশিতে না গিয়ে আগের রাশিতে প্রবেশ করে। ফলে মীন রাশির পর এবার রাহু কুম্ভ রাশিতে চলাচল করবেন। রাহু একটি রাশিতে ১৮ মাস পর্যন্ত অবস্থান করে। সেই হিসাবে আগামী ১৮ মাস এই গোচর বিভিন্ন রাশির ওপর প্রভাব ফেলবে। বিশেষ করে মেষসহ কয়েকটি রাশি লাভবান হতে চলেছে।
মেষ রাশি
রাহুর এই গোচর মেষ রাশির একাদশ ভাবে হচ্ছে। এটি অত্যন্ত শুভফলদায়ক। আগামী ১৮ মাসে জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। যেকোনো পরিকল্পনা সফল হবে। দীর্ঘদিনের কাজের বাধা দূর হবে। আত্মবিশ্বাস বাড়বে, মন ভালো থাকবে। সমাজে সম্মান বাড়বে, বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মজীবীদের আয় বাড়ার সম্ভাবনা আছে। বন্ধুরা সাহায্য করবে, ভালো বন্ধুদের সঙ্গে দেখা হবে। পরিবার ও সামাজিক জীবনে সময় দেবেন। প্রেমজ জীবনেও সুখ আসবে। ব্যবসায় সফলতা ও উচ্চ পদ লাভের সুযোগ আসবে।
কর্কট রাশি
রাহু কর্কট রাশির অষ্টম ভাবে প্রবেশ করবেন। কিছু বিষয়ে শুভ ফল মিলবে। তবে সব কাজ বুঝে করতে হবে। শ্বশুরবাড়ির ব্যাপারে আগ্রহ বাড়বে। হঠাৎ এমন জায়গা থেকে টাকা পেতে পারেন, যা কল্পনাও করেননি। ধর্মীয় কাজেও আগ্রহ বাড়বে। সম্পত্তি সংক্রান্ত লাভ, হঠাৎ জমি কেনার সম্ভাবনা আছে। পথে বেরিয়ে টাকাও পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে, বিবাহিত জীবনে সুখ থাকবে। প্রেমজ জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
কন্যা রাশি
রাহু কন্যা রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবেন। এটি শুভফলদায়ক। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মিলবে। জীবনের দুঃখ কমবে, কঠিন পরিস্থিতি সহজে সামলাতে পারবেন। প্রতিটি কাজে সাফল্য মিলবে। স্বাস্থ্যে সামান্য ওঠানামা হলেও দ্রুত সেরে উঠবেন। পুরনো ঋণ পরিশোধ হয়ে যেতে পারে। ব্যবসায় নতুন লোনের পরিকল্পনায় সাফল্য মিলবে। আগের বিনিয়োগে লাভ হবে। আদালতে কোনও মামলা থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে। শত্রুদের থেকে মুক্তি মিলবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
তুলা রাশি
রাহু তুলা রাশির পঞ্চমভাবে প্রবেশ করবেন। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ পাবে। পড়াশোনায় সাফল্য আসবে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। বুদ্ধিমত্তা বাড়বে, স্মরণশক্তিও বাড়বে। শেয়ার বাজারে বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে। ব্যবসা ও পেশাজীবনে নতুন আয় ও উন্নতির রাস্তা খুলবে। কঠিন কাজ সহজে শেষ করতে পারবেন।
ধনু রাশি
রাহু ধনু রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবেন। জীবনে বড় সাফল্যের রাস্তা খুলবে। কাজে ব্যস্ত থাকবেন, ছোটখাটো সফরে যেতে হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, তাদের সহযোগিতা পাবেন। পরিবার থেকে বেশি বন্ধুদের সঙ্গ পছন্দ করবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা বা কাজ শুরু করে লাভ পাবেন। মিষ্টভাষী ব্যবহারে চাকরিতে উপকার হবে। ভাইবোনদের সমস্যার সমাধান করতে পারবেন। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে, সাহসও বাড়বে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।