Advertisement

2026 Rahu Gochar: নয়া বছরে পাপী গ্রহ রাহু করবে বাজিমাত, ২০২৬-এ খ্যাতি-যশ আর অর্থ পাবেন ৩ রাশি

বৈদিক জ্যোতিষে রাহুকে রহস্য, ভ্রম, হঠাৎ করে পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনার কারক বলে মনে করা হয়। এই ছায়া গ্রহ পাপী গ্রহদের মধ্যে থাকলেও, রাহুর অবস্থান বদল অনেক সময়ই মানুষের জীবনে ইতিবাচকতা মোড় নিয়ে আসতে পারে। ২০২৬ সালে রাহুর গোচর শুধু ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে না, বরং সামাজিক ও বৈশ্বিক স্তরেও এর প্রভাব দেখতে পাওয়া যাবে।

রাহুর গোচরে লাকি ৩ রাশিরাহুর গোচরে লাকি ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Dec 2025,
  • अपडेटेड 1:30 PM IST
  • বৈদিক জ্যোতিষে রাহুকে রহস্য, ভ্রম, হঠাৎ করে পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনার কারক বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষে রাহুকে রহস্য, ভ্রম, হঠাৎ করে পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনার কারক বলে মনে করা হয়। এই ছায়া গ্রহ পাপী গ্রহদের মধ্যে থাকলেও, রাহুর অবস্থান বদল অনেক সময়ই মানুষের জীবনে ইতিবাচকতা মোড় নিয়ে আসতে পারে। ২০২৬ সালে রাহুর গোচর শুধু ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে না, বরং সামাজিক ও বৈশ্বিক স্তরেও এর প্রভাব দেখতে পাওয়া যাবে। বছরের শুরুতেই রাহু কুম্ভ রাশিতে স্থির হবে, তবে বছরের শেষে রাহু তাঁর অবস্থান বদল করবে, শনির কুম্ভ রাশি থেকে বেড়িয়ে মকর রাশিতে প্রবেশ করবে। কারণ রাহু বক্রী গতিতে চলা গ্রহ, তাই রাহু সর্বদা পিছনের রাশিতে গোচর করে। শনির আধিপত্যে থাকা মকর রাশিতে প্রবেশ করতেই রাহুর প্রভাব আরও অধিক হবে। এই গোচরের ফলে ৩টি রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য রাহুর এই গোচর আর্থিক দৃষ্টিতে খুবই শুভ বলে প্রমাণিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে, বিনিয়োগ থেকে লাভ ও আয়ের নতুন উৎসের যোগ রয়েছে। চাকুরিজীবি জাতকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময় প্রসার ও নতুন কোনও চুক্তির হতে পারে। বিদেশের সঙ্গে যুক্ত কাজেও সফলতা পেতে পারেন। 

কন্যা রাশি
রাহুর গোচর কন্যা রাশির জাতকদের জীবনে অনুকূল প্রমাণিত হবে। পরিশ্রমের ফল পাবেন ও যারা দীর্ঘ সময় ধরে সংঘর্ষ করছেন, তাঁরা নতুন পরিচয় পাবেন। প্রতিযোগী পরীক্ষার্থীরা সফলতা, নতুন চাকরির প্রস্তাব ও কেরিয়ারে স্থিরতা আসবে। স্বাস্থ্য সংক্রান্ সমস্যা থেকেও স্বস্তি পাবেন। 

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য রাহুর এই পরিবর্তন ভাগ্যের দরজা খুলে দেবে। হঠাৎ করে অর্থলাভ, আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়া ও সামাজিক মান-সম্মান বৃদ্ধির সঙ্কেত দেবে। আধ্যাত্মিক রুচি বাড়বে ও মানসিক রূপে আত্মবিশ্বাস মজবুত হবে। যাঁরা সৃজনশীলতা ক্ষেত্রে, সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই সময় বিশেষ করে উপলব্ধি দিতে পারে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement