Advertisement

Rahu Transit 2025: ১৮ বছর পর রাহুর স্থানবদল, অবশেষে এই ৩ রাশি সুখ-টাকার মুখ দেখবেন

Rahu Transit In Kumbha: বৈদিক জ্যোতিষ শাস্ত্রে রাহুকে পাপগ্রহ এবং ছায়াগ্রহ হিসেবে গণ্য করা হয়। নির্দিষ্ট সময় পরপর রাহু রাশি পরিবর্তন করে। সাধারণভাবে রাহুকে নেতিবাচকভাবে দেখা হয়। তবে এই গ্রহ কারও থেকে কম নয়। এক রাতেই রাহুর প্রভাবে ভাগ্য বদলে যেতে পারে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2025,
  • अपडेटेड 5:49 PM IST

Rahu Transit In Kumbha: বৈদিক জ্যোতিষ শাস্ত্রে রাহুকে পাপগ্রহ এবং ছায়াগ্রহ হিসেবে গণ্য করা হয়। নির্দিষ্ট সময় পরপর রাহু রাশি পরিবর্তন করে। সাধারণভাবে রাহুকে নেতিবাচকভাবে দেখা হয়। তবে এই গ্রহ কারও থেকে কম নয়। এক রাতেই রাহুর প্রভাবে ভাগ্য বদলে যেতে পারে। প্রতিটি রাশিতে গোচর করে রাহু আলাদা প্রভাব ফেলে। রাহুর কৃপায় কেউ কোটিপতি হতে পারেন, আবার দুর্বল প্রভাব পড়লে অবস্থাও খারাপ হতে পারে। রাহুর কৃপায় জীবনে সুখ আসে এবং মস্তিষ্ক ভালোভাবে কাজ করে।

এই মুহূর্তে রাহু মীন রাশিতে অবস্থান করছেন। তবে ১৮ মে, ২০২৫ তারিখে সন্ধ্যা ৫টা ৮ মিনিটে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। কুম্ভ হল শনির রাশি। এরপর আগামী ১৮ মাস রাহু এই রাশিতেই থাকবেন। রাহুর এই রাশি পরিবর্তনে কিছু রাশির জাতকদের লাভ হবে, আবার কিছু রাশির জাতকদের সাবধান থাকতে হবে।

রাহু একটি রাশিতে প্রায় ১৮ মাস অবস্থান করেন। একটি রাশিচক্র সম্পূর্ণ করতে রাহুর ১৮ বছর সময় লাগে। এবার দেখে নেওয়া যাক, কুম্ভ রাশিতে রাহুর প্রবেশে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন।

মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য কুম্ভ রাশিতে রাহুর গোচর লাভজনক হতে পারে। রাহু এই রাশির একাদশ স্থানে অবস্থান করবেন। বহুদিনের ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আটকে থাকা অনেক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আত্মবিশ্বাস বেড়ে যাবে। আয় বৃদ্ধি পাবে। প্রেমজ জীবন ভালো যাবে। কর্মক্ষেত্রে লাভ হবে। বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতির সুযোগও থাকবে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে লাভ হতে পারে।

কন্যা রাশি: এই রাশির জাতকদের ষষ্ঠ স্থানে রাহু গোচর করবেন। বহু সমস্যার সমাধান হতে পারে। কেতুও এই রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারে শান্তি থাকবে। চাকরিজীবীরা উপকৃত হবেন। তবে সহকর্মীদের থেকে সাবধান থাকতে হবে, কারণ তারা প্রতারণা করতে পারে। অর্থনৈতিক দিক ভালো থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমবে। পুরনো বিনিয়োগে লাভ হতে পারে। আদালতের মামলায়ও ফল ভালো হতে পারে।

Advertisement

তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য রাহুর কুম্ভ রাশিতে গোচর শুভ হতে পারে। এই রাশির পঞ্চম স্থানে রাহু থাকবেন। বুদ্ধিমত্তার বিকাশ হবে। স্মরণশক্তি বৃদ্ধি পাবে। প্রেমজ জীবন ভালো যাবে। আয়ের নতুন পথ খুলে যাবে। শেয়ার মার্কেটে ভালো লাভ হতে পারে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।
 

Read more!
Advertisement
Advertisement