জ্যোতিষ মতে, আগামী ৩ অগাস্ট একটি গুরুত্বপূর্ণ রাজযোগ তৈরি হতে চলেছে। এই দিন বুধের চালে গঠিত হবে রাজ রাজেশ্বর যোগ। বহুদিন পর এই শুভ যোগ তৈরি হবে আকাশমণ্ডলে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাজ যোগের প্রভাবে তিনটি রাশির ভাগ্য খুলে যাবে। জীবনে আসবে সুখ, সাফল্য আর উন্নতি। সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন মেষ রাশির জাতকরা। এই রাশির মানুষের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যাঁরা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, তাঁরা এবার উন্নতির মুখ দেখতে পারেন। অফিসে গুরুত্ব বাড়বে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদেরও লাভ বাড়বে বলে অনুমান জ্যোতিষীদের।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্যও সময়টা অত্যন্ত শুভ। এই রাশির জাতকরা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন। ধনলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসা যাঁরা করেন, তাঁরা বড় অর্ডার বা নতুন কোনও চুক্তি পেতে পারেন। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি বা প্রমোশনের সুযোগ আসতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যও এই সময় বদলাবে। পড়ুয়াদের জন্য সময়টা দারুণ। পড়াশোনায় মন বসবে, পরীক্ষায় ভাল ফল করার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের সুযোগ আসতে পারে। চাকুরিজীবীদের ক্ষেত্রেও সাফল্যের সম্ভাবনা প্রবল। পরিশ্রমের সঠিক ফল পাবেন কন্যা রাশির জাতকরা।
এদিকে, জ্যোতিষ শাস্ত্র বলছে, বর্তমানে শনি বক্রী অবস্থায় রয়েছেন। এই অবস্থায় নভেম্বর পর্যন্ত বৃষ, কর্কট ও মীন রাশির জাতকদের জন্য সময়টা ভালো। এই রাশিগুলি সুখ ও শান্তির সময় কাটাবে বলে মনে করা হচ্ছে।
যা জানা খুব জরুরি
সূর্যের গোচরের প্রভাবে অগাস্ট মাসে ভাগ্য বদলাতে চলেছে বৃষ, তুলা এবং সিংহ রাশির জাতকদের। এদের জীবনে আসতে পারে নতুন সুযোগ, সফলতা ও আত্মবিশ্বাস।
জ্যোতিষ মতে, সেপ্টেম্বর মাসে বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে। এর ফলে তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। এই শক্তিশালী যোগের প্রভাবে মিথুন এবং ধনু রাশির জাতকরা অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন।
এর পাশাপাশি, ১১ অগাস্ট থেকে বুধ মার্গী হবে। যার সরাসরি প্রভাব পড়বে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের উপর। এই তিন রাশির জাতকরা ভাগ্য বদলের অনুভব করতে পারবেন। জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
সব মিলিয়ে, অগাস্ট ও সেপ্টেম্বর মাস জ্যোতিষ অনুযায়ী বহু রাশির জাতকদের জন্য আশাব্যঞ্জক হতে চলেছে। বিশেষ করে মেষ, কন্যা ও ধনু রাশির জাতকদের জন্য রাজ যোগ ও বুধের প্রভাব বড় সাফল্য এনে দিতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।