Advertisement

Raksha Bandhan 2025 Grah Vakri: রাখি পূর্ণিমায় কাকতালীয় বড় ঘটনা! শনি- রাহু সহ ৪ গ্রহ বিপরীত দিকে গমন করবে, ২ রাশির জন্য শুভ

Raksha Bandhan 2025 Grah Vakri: রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা। তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে।

রাখি পূর্ণিমায় ৪ গ্রহর বক্রীরাখি পূর্ণিমায় ৪ গ্রহর বক্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2025,
  • अपडेटेड 9:34 PM IST

হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। 

রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা। তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে।

রাখি পূর্ণিমার দিনে, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস, এদিন তাদের পুজো করলে সেই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জিত হয়। এবছর রাখি বন্ধনের উৎসব দুটি কারণে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে। একটি হল এবার ভাদ্র কাল নেই এবং দ্বিতীয়ত, গ্রহের কিছু কাকতালীয় সমন্বয় তৈরি হচ্ছে।

আরও পড়ুন

রাখি পূর্ণিমায় ৪ গ্রহ বক্রী

জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে, এবার রাখি পূর্ণিমায় ন্যায়ের দেবতা শনিদেব, গ্রহরাজ বুধ এবং পাপী গ্রহ রাহু-কেতু একসঙ্গে বিপরীতমুখী গতিতে চলবে। শনি মীন রাশিতে বক্রী হবে। বুধ কর্কট রাশিতে বক্রী হবে। এদিকে আবার রাহু কুম্ভতে এবং কেতু সিংহ রাশিতে বক্রী হবে। জ্যোতিষীরা বলছেন যে, বহু বছর পর গ্রহের এমন চমৎকার মিলন দেখা যাচ্ছে। বৃশ্চিক ও মীন রাশির জাতকদের জন্য এই মিলন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

রাখি পূর্ণিমা কবে পড়েছে? 

এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৯ অগাস্ট, শনিবার। 

পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে? 

পূর্ণিমা তিথি লাগছে ৮ অগাস্ট, বেলা ১/৫৫/২৫-এ এবং থাকবে ৯ অগাস্ট বেলা ১/৩৯/৪৫ মিনিট পর্যন্ত। 

Advertisement

রাখি বন্ধনের শুভ সময় 

ভাই- দাদার হাতে রাখি বাঁধার শুভ সময় ৯ অগাস্ট ভোর ০৫:৪৭ থেকে দুপুর ১:২৪ পর্যন্ত। অর্থাৎ, বোনেরা ভাইয়ের হাতে রাখি পরানোর জন্য প্রায় ৭ ঘণ্টা ৩৭ মিনিট শুভ সময় পাবে।

শুভ যোগ

অমৃত কাল- দিবা ঘ ৯/৩১ গতে ১২/৫২ মধ্যে এবং রাত্রি ঘ ৮/১০ গতে ১০/২৮ মধ্যে ও ১১/৫৯ গতে ১/৩২ মধ্যে ও ২/১৭ গতে ও ৩/৪৮ মধ্যে। 

 

Read more!
Advertisement
Advertisement