Advertisement

Rashifal 2023 : ২০২৩-এর শুরুতেই ৩ রাশির ব্যাপক অর্থযোগ, মালামাল হওয়ার সম্ভাবনা

Zodiac 2023 : আগামী ১৩ জানুয়ারি বুধের মার্গী (Mercury Margi 2023 Dates) হওয়া কিছু রাশির মানুষদের জীবনে নিয়ে আসবে বিশেষ সুবিধা। বুধের সোজা চাল ওই রাশি ব্যক্তিদের জীবনে আর্থিক লাভ এবং কর্মজীবনে উন্নতি এনে দেবে। হবে ব্যবসায়ীক লাভও। চলুন তাহলে জেনে নেওয়া যাক আগামী বছরের শুরুতেই বুধের মার্গী অবস্থানের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হতে চলেছেন বিশেষ লাভবান।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Nov 2022,
  • अपडेटेड 5:51 PM IST
  • আসছে ২০২৩
  • শুরুতেই মার্গী বুধ
  • দেখে নিন রাশিচক্রে কী প্রভাব

জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২২-এর ডিসেম্বরে, বুধ দু'বার গোচর (Budh Transit 2022) করবে। এরপর ২০২৩ সালের শুরুতেই মার্গী হবে বুধ (Budh Margi 2023)। আগামী ১৩ জানুয়ারি বুধের মার্গী (Mercury Margi 2023 Dates) হওয়া কিছু রাশির মানুষদের জীবনে নিয়ে আসবে বিশেষ সুবিধা। বুধের সোজা চাল ওই রাশি ব্যক্তিদের জীবনে আর্থিক লাভ এবং কর্মজীবনে উন্নতি এনে দেবে। হবে ব্যবসায়ীক লাভও। চলুন তাহলে জেনে নেওয়া যাক আগামী বছরের শুরুতেই বুধের মার্গী অবস্থানের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হতে চলেছেন বিশেষ লাভবান।

বৃশ্চিক রাশি (Scorpio) : বুধ গ্রহের সোজা চাল বৃশ্চিক রাশির জাতকদের জীবনে খুবই শুভ ফল দেবে। তাঁদের অর্থ উপার্জন বজায় থাকবে। ব্যবসাতেও কোনও বড় চুক্তি সম্পন্ন বা বড় কোনও অর্ডার আসতে পারে। রয়েছে হঠাৎ অর্থলাভের যোগও। এছাড়া আটকে থাকা টাকাও উদ্ধার হবে। কথাবার্তার কারণে সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে মার্কেটিং, সেলস, মিডিয়া ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা তৈরি হচ্ছে।

কুম্ভ রাশি (Aquarius) : বুধ মার্গী হওয়ার কারণে কুম্ভ রাশির জাতকরাও তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন। তাঁদের আয় বাড়বে। আয় বৃদ্ধি ফলে অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে। কর্মজীবনে বড় সুযোগ আসতে পারে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। বিনিয়োগ থেকে লাভ হবে। ব্যবসায় বড় সাফল্য মিলতে পারে।

আরও পড়ুন

মীন রাশি (Pisces) : বুধের চলন পরিবর্তনের জেরে কর্মজীবন ও আর্থিক দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা অনেক সুবিধা পেতে পারেন। কর্মজীবনে পদোন্নতি বা বড় সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের যে কাঙ্খিত উন্নতি এতদিন আটকে ছিল, তা এইসময় মিলতে পারে। নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন। যাঁরা ব্যবসা করছেন তাঁরাও বড়সড় সুবিধা পাবেন, লাভ বাড়বে। কাছের মানুষদের সহযোগিতায় সমস্ত কাজ সম্পন্ন হবে।

Advertisement

(Disclaimer: প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে লেখা, ব্যক্তি বিশেষে ফলাফল ভিন্ন হতে পারে)


 

Read more!
Advertisement
Advertisement