Advertisement

Astadash Yog Effect: বুধ-শনির কৃপায় মে মাসে ৩ রাশির ভাগ্য উল্টে যাবে, সম্পত্তি ও বিয়ের সুযোগ

Astadash Yog Effect: পয়লা মে তৈরি হচ্ছে বুধ ও শনি গ্রহের ‘অষ্টাদশ যোগ’। এই মহাজাগতিক পরিবর্তনে বদল আসছে তিন রাশির ভাগ্যে। কারা হতে চলেছেন সৌভাগ্যবান? জেনে নিন বিস্তারিত।

বুধ-শনির কৃপায় মে মাসে ৩ রাশির ভাগ্য উল্টে যাবে, সম্পত্তি ও বিয়ের সুযোগবুধ-শনির কৃপায় মে মাসে ৩ রাশির ভাগ্য উল্টে যাবে, সম্পত্তি ও বিয়ের সুযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2025,
  • अपडेटेड 2:21 AM IST

Astadash Yog Effect Rashifal: প্রতি মাসেই গ্রহ ও নক্ষত্ররা তাদের কক্ষপথ পরিবর্তন করে। তবে, শনি গ্রহ তার নিজস্ব গতিতে ধীর। এই পয়লা মে বুধ ও শনি ১৮ ডিগ্রি কোণে এসে দাঁড়াবে, যার ফলে তৈরি হবে বিশেষ জ্যোতিষ সংযোগ — "অষ্টাদশ যোগ"। এই গ্রহ সংযোগ সরাসরি প্রভাব ফেলবে কিছু রাশির উপর। জেনে নিন কারা হচ্ছেন সৌভাগ্যবান:

বৃষ রাশি:
বৃষ রাশির জন্য এই সময় বেশ ইতিবাচক। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হবেন। মডেলিং, রিয়েল এস্টেট, সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত, তাদের কেরিয়ারে উন্নতি আসবে। কর্মজীবী মানুষরা নতুন আয়ের পথ পেতে পারেন। অনেকদিনের কর্মক্ষেত্র পরিবর্তনের ইচ্ছাও পূরণ হতে পারে। পরিবার ও অর্থ দুই ক্ষেত্রেই উন্নতির যোগ।

মিথুন রাশি:
মিথুন রাশির জাতকদের পক্ষে শনি ও বুধের এই যুগল প্রভাব হয়ে উঠবে আশীর্বাদ। চাকরিতে উন্নতি, পারিবারিক শান্তি এবং মানসিক চাপ থেকে মুক্তি মিলবে। মিডিয়া, সাহিত্য, সাংবাদিকতা বা লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ শুভ সময়। অর্থপ্রাপ্তির সম্ভাবনা জোরালো। তবে দূরে কোথাও গেলে সতর্ক থাকা জরুরি।

মকর রাশি:
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। আপনি যেকোনো ইচ্ছেপূরণে সফল হবেন। আর্থিক উন্নতি, নতুন সম্পত্তি কেনার সুযোগ এবং ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনাও রয়েছে। চাকরি হোক বা ব্যবসা— সব জায়গাতেই আপনি এগিয়ে থাকবেন। মানসিক শান্তি ও বিবাহিত জীবনে সুখ আসবে।

 

Read more!
Advertisement
Advertisement