
১৪ জানুয়ারি থেকে মকর রাশিতে প্রবেশ করছে সূর্য। সূর্যের এই গোচর অরুণ গ্রহের সঙ্গে মিলিত হয়ে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। এই যোগের ফলে দারুণ ফল পেতে চলেছে চার রাশি। ১৪ জানুয়ারি গোটা দেশে পালিত হবে মকর সংক্রান্তি। উৎসবের মধ্যেই এই চার রাশি দারুণ খবর পেতে পারেন। ভাগ্য চমকাবে তাদের।
অরুণ গ্রহ বর্তমানে বৃষ রাশিতে গোচর করছেন। এর ফলে সূর্য ও অরুণ গ্রহের অবস্থান নবপঞ্চম রাজযোগ গঠন করবে। এছাড়াও মকর রাশিতে বুধ ও শুক্রের গোচর হবে, যার ফলে বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগের পাশাপাশি লক্ষ্মী নারায়ণ যোগও গঠিত হবে। এই রাজযোগগুলির প্রভাবে চারটি রাশির জাতক-জাতিকারা বড়সড় উন্নতি ও আর্থিক লাভ পাবেন।
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য-অরুণের নবপঞ্চম রাজযোগ নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে। পুরোনো সমস্যাগুলি দূর হবে। কর্মক্ষেত্রে লাভ হবে। পদোন্নতি পেতে পারেন বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। মানুষের সহযোগিতা পাবেন। প্রেম জীবন সুখের হবে৷
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচরের ফলে গঠিত নবপঞ্চম রাজযোগ ইতিবাচক প্রভাব পড়বে৷ বড় লাভের সম্ভাবনা রয়েছে। জীবনে সুখ আসবে। একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আর্থিক অবস্থা মজবুত হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য-অরুণের নবপঞ্চম রাজযোগ অনুকূল ফল দেবে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে কিছু মানুষের লাভ হতে পারে। পরিবার সংক্রান্ত কোনও দুশ্চিন্তা দূর হবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের মুনাফা বাড়বে। সম্পর্কগুলি আরও মধুর হবে।
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকারা সূর্যের গোচরে লাভবান হতে চলেছেন৷ শাপাশি মকর রাশিতে আরও তিনটি রাজযোগ তৈরি হচ্ছে, যা এই রাশির জাতকদের বিশেষ উপকার দেবে। হঠাৎ কোনও শুভ সংবাদ পেতে পারেন। অর্থ বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।