Advertisement

Rashifal Zodiac Astro Tips: এপ্রিল থেকে ৩ রাশির পোয়া বারো, ব্যাপক প্রাপ্তিযোগ

Rashifal Zodiac Astro Tips: এপ্রিল থেকে ঘুরে তাকাতে হবে না এই ৩ রাশিকে, টাকা-সোনা উপচে পড়বে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে বৃস্পতিকে গুরু গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যাঁর কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভাল থাকে তাঁর উন্নতি কেউ রুখতে পারে না। এবার বৃহস্পতির উদয়ে রাজা হওয়ার যোগ তিন রাশির।

এপ্রিল থেকে ঘুরে তাকাতে হবে না এই ৩ রাশিকে, টাকা-সোনা উপচে পড়বেএপ্রিল থেকে ঘুরে তাকাতে হবে না এই ৩ রাশিকে, টাকা-সোনা উপচে পড়বে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Feb 2023,
  • अपडेटेड 2:16 PM IST
  • এপ্রিল থেকে ঘুরে তাকাতে হবে না
  • এই ৩ রাশির সুদিন শুরু হতে চলেছে
  • টাকা-সোনা উপচে পড়বে

Rashifal Zodiac Astro Tips Guru Uday: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে গ্রহদের গুরু বলে বিবেচনা করা হয়। যাঁর কোষ্ঠীতে বৃহস্পতি সদয় থাকেন, তাঁর উন্নতি কেউ রুখতে পারে না। অন্যান্য গ্রহের মতো বৃহস্পতির রাশি পরিবর্তনও প্রভাবিত করে রাশিচক্রের রাশিগুলিকে। সূর্যের এই নতুন অবস্থানের ফলে বৈদিক জ্যোতিষমতে শুরু হচ্ছে ত্রিকোণ রাজযোগ। বৃহস্পতির উদয়ে ভাগ্যের মহাপরিবর্তন ৩ রাশির! টাকা-পয়সা, সম্পত্তি উপচে পড়তে পারে। এমনই যোগ তৈরি হচ্ছে। এই ৩ রাশির ভাগ্যে ব্যাপক আর্থিক উন্নতি আসন্ন বলে জানাচ্ছেন বৈদিক জ্যোতিষশাস্ত্রবিদরা। দেখে নিন কারা রয়েছেন সৌভাগ্যবানের তালিকায়-

বৃহস্পতির উদয়ে ভাগ্যের মহাপরিবর্তন ৩ রাশির! পকেট ভরবে টাকা, ব্যাঙ্কের লকার ভরবে সোনায়, দিনরাত টাকা, টাকা আর টাকা। সময় সময়ে বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট খবর বয়ে নিয়ে আসতে পারে ৷  গ্রহের রাশি পরিবর্তন, উদয়, অস্ত, মিলন জ্যোতিষ শাস্ত্রমতে বিশাল একটি প্রভাব নিয়ে আসে জীবনে৷  এর ফলে কোনও কোনও রাশির ক্ষেত্রে জোটে শুভ খবর আর কোনও কোনও রাশির ক্ষেত্রে অশুভ খবর নিয়ে আসে৷ দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাসে উদিত হবেন তাঁর ফলে হতে চলেছে ত্রিকোণ রাজযোগ ৷ এই রাজযোগ তিনটি রাশিকে মালমাল করতে চলেছে ৷ 

কর্কট ( Cancer)

আরও পড়ুন

ত্রিকোণ রাজযোগ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট খবর নিয়ে আসতে চলেছে ৷ কেননা কর্কটের নবম ঘরে বিরাজমান রয়েছে বৃহস্পতি৷ এই রাজযোগ ভাগ্যবান করবে ৷ চাকরি বা ব্যবসায় বড় সাফল্য আসতে চলেছে ৷ কাজের ক্ষেত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা থাকছে ৷ লেখাপড়ার ক্ষেত্রেও বিদেশে যাওয়ার সংযোগ থাকছে ৷

মিথুন (Gemini)

রাশির জাতক-জাতিকাদের জন্য ত্রিকোণ রাজযোগ বড়সড় প্রভাব ফেলবে ৷ বৃহস্পতি দশম ঘরে উদিত হবেন। এই ঘর টাকা পয়সা বা বেতন অথবা পদোন্নতি প্রভাব ফেলবে ৷ ব্যবসায় হবে নতুন সংযোগ, কেননা তৈরি হচ্ছে হংস রাজযোগ, পুরনো বিনিয়োগ থেকে এই সুযোগ পাওয়া যাবে অতি সহজেই ৷

Advertisement

কুম্ভ (Aquarious)

রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির গোচর শুভ, কুম্ভর দ্বিতীয় ঘরে উদিত হবেন দেবগুরু ৷ প্রচুর টাকা আসবে ৷ ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে৷ সুবচন বলুন ৷ ১৭ জানুয়ারি থেকে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে ৷ তবুও কুম্ভ রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতির ভয়াবহতা তেমন ভাবে টের পাবেন না ৷ কেননা শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি কুম্ভ ৷

 

Read more!
Advertisement
Advertisement