Advertisement

শনির সাড়েসাতিতে ভুগছেন বহু রাশি, রেহাই পেতে মেনে চলুন সহজ এই টোটকা

শনির সাড়েসাতির প্রভাব পড়েছে বহু রাশির উপর। শনির প্রভাব দীর্ঘমেয়াদি হয়। যে কোনও প্রকার কর্মের উপর শনি প্রভাব ফেলে। আর এই সাড়েসাতির হাত থেকে রেহাই পেতে পাঠ করুন চারটি মন্ত্র এবং মানুন সহজ কিছু টোটকা।

saturn transit 2025saturn transit 2025
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 May 2025,
  • अपडेटेड 4:16 PM IST
  • শনির সাড়েসাতির প্রভাব পড়েছে বহু রাশির উপর
  • এই সাড়েসাতির হাত থেকে রেহাই পেতে পাঠ করুন চারটি মন্ত্র
  • মেনে চলুন সহজ কিছু টোটকা

শনি ধীর গতির গ্রহ। তাই ভাল হোক বা মন্দ, তার প্রভাব অন্যান্য গ্রহের তুলনায় বেশি। পাশাপাশি যে কোনও ক্ষেত্রেই শনির প্রভাব দীর্ঘমেয়াদি হয়। জ্যোতিষশাস্ত্র মতে, শনি কর্মফলদাতা গ্রহ। শনি গ্রহের প্রভাবে কাজ অনুযায়ী শুভ বা অশুভ ফল প্রাপ্ত হয়। যে কোনও প্রকার কর্মের উপর শনি প্রভাব ফেলে। 

চলতি বছরে মার্চের ২৯ তারিখ শনি রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করেছে। এর ফলে বহু রাশির জাতক-জাতিকাদের উপরে শনির প্রভাব পড়া শুরু হয়েছে। চলছে শনির সাড়েসাতি! বিশেষ দৃষ্টির কারণে মীন রাশি ছাড়াও বৃষ, কন্যা এবং ধনু রাশির জাতক-জাতিকারা শনির রাশি পরিবর্তনের কারণে বিশেষ ভাবে প্রভাবিত হবে এবং সিংহ, মিথুন, ধনু ও মীন রাশির কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে। 

 কুপ্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার জন্য পাঠ করতে হবে কয়েকটি মন্ত্র, মেনে চলতে হবে কয়েকটি সহজ টোটকা। মন্ত্রগুলি হল-

১) শনির বীজমন্ত্র:

ওম শাম শনিচারায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করার ফলে জীবনে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আসে। শনির ‘বিষ নজর’ থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। জীবনে চলার পথে আসা নানা বাধার হাত থেকে মুক্তি পাওয়া যায়। 

২) শনির গায়ত্রী মন্ত্র:

ওম কাকধ্বজায়া বিদমহে, খড়্গ হস্তায়া ধীমাহি, তন্নো মান্দঃ প্রচোদয়াত। এটি পাঠ করলে নির্দিষ্ট ব্যক্তির মনোযোগ বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে উন্নতি হয়। তিনি শনিদেবের আশীর্বাদ লাভ করেন।

৩) হনুমান চালিশা:

হনুমান চালিশা পাঠ করার ফলে সাহস বৃদ্ধি পায়। কথিত আছে, এই মন্ত্র যদি ভক্তি সহকারে পাঠ করা যায় তা হলে শনিদেবের ক্রোধ কমে, তিনি শান্ত হন। নেগেটিভ মনোভাব কমে, পজিটিভ মনোভাব বৃদ্ধি পায়।

৪) বিষ্ণু মন্ত্র:

ওম নমো নারায়ণায়। ছোট্ট এই মন্ত্রটি পাঠ করার গুণ অনেক। কঠিন সময়কে সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি দেয় এই মন্ত্রটি।

Advertisement

শনির সাড়েসাতি থেকে বাঁচার উপায় কী? 
১) হনুমান এবং মহাদেবের পুজো করুন।

২) তিল তেলের বাতি জ্বালান।

৩) সাধ্যমতো দান করুন।

৪) শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন।

 

 

Read more!
Advertisement
Advertisement