Advertisement

Biporit Rajyog 2025: বিপরীত রাজযোগে ৩ রাশিতে বড়বাবার আশীর্বাদ, ধনযোগ

Vipreet Rajyog 2025: চলতি বছরে অতি দ্রুত গতিতে রাশি পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি। ফলে বারবার অন্য গ্রহের সংযোগে নানা রাজযোগ গঠিত হচ্ছে। এরই মধ্যেই অন্যতম হল ‘বিপরীত রাজযোগ’।

আপনি কি এই ৩ রাশির মধ্যে পড়ছেন?আপনি কি এই ৩ রাশির মধ্যে পড়ছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2025,
  • अपडेटेड 8:01 AM IST
  • চলতি বছরে অতি দ্রুত গতিতে রাশি পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি।
  • ফলে বারবার অন্য গ্রহের সংযোগে নানা রাজযোগ গঠিত হচ্ছে।
  • এরই মধ্যেই অন্যতম হল ‘বিপরীত রাজযোগ’।

Vipreet Rajyog 2025: চলতি বছরে অতি দ্রুত গতিতে রাশি পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি। ফলে বারবার অন্য গ্রহের সংযোগে নানা রাজযোগ গঠিত হচ্ছে। এরই মধ্যেই অন্যতম হল ‘বিপরীত রাজযোগ’। এই যোগ তৈরি হবে শনি ও বৃহস্পতির মিলনে। ১৮ অক্টোবর ২০২৫ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবেন কর্কট রাশিতে। সেই সময়েই তৈরি হবে এই বিরল যোগ। এর ফলে বেশ কিছু রাশির জীবনে ঘটবে বড় পরিবর্তন। কারও ধনলাভ হবে, কারও জুটবে প্রাপ্য সম্মান, আবার কারও বহুদিনের কষ্ট কেটে যাবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এ সময় খুব শুভ। শনির সাড়ে সাতি ধীরে ধীরে শেষের পথে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, যা সংকট ও রূপান্তরের ঘর। ফলে পুরনো সমস্যা দূর হতে পারে। পারিবারিক জীবনে শান্তি আসবে। যাঁরা দীর্ঘদিন ধরে বাধার মুখে পড়ছিলেন, তাঁদের কর্মক্ষেত্রে উন্নতি আসবে। জমি বা বাড়ির ব্যাপারে লাভের সম্ভাবনা প্রবল। কেউ কেউ নতুন গাড়িও কিনতে পারেন। এই সময়ে ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। অনেকে পুজো, যজ্ঞ বা তীর্থযাত্রায় অংশ নিতে পারেন।

ধনু রাশি
এই রাশির জাতকদের জন্য বিপরীত রাজযোগ আশীর্বাদের মতো। স্বাস্থ্যের উন্নতি হবে। মানসিক স্থিতি আসবে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনা প্রবল। পরিবারে পুরনো বিরোধ মিটে যেতে পারে। কাজের জায়গায় নতুন সুযোগ আসবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের আয় দ্রুত বাড়তে পারে। জীবনে নতুন দিক খুলবে। ধনু রাশির জাতকদের মধ্যে অনেকেই আধ্যাত্মিক পথে ঝুঁকবেন। মন শান্ত থাকবে, আত্মবিশ্বাস বাড়বে।

তুলা রাশি
তুলা রাশির জন্য এ সময় খুব ফলদায়ক। শনির অবস্থান ষষ্ঠ ঘরে, যা কর্ম ও প্রতিদ্বন্দ্বিতার ঘর। বৃহস্পতি থাকবেন দশম ঘরে, যা কর্মক্ষেত্রের প্রতীক। ফলে কাজের জায়গায় সাফল্য নিশ্চিত। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন। যাঁরা নতুন কিছু শুরু করতে চান, তাঁদের জন্য সময় একেবারে উপযুক্ত। পরিশ্রম করলে ফল মিলবে হাতে হাতে। সমাজে সম্মান বাড়বে। শত্রুরা হার মানবে আপনার দক্ষতায়।

Advertisement

জ্যোতিষীরা বলছেন, এই বিপরীত রাজযোগ খুব শক্তিশালী। তাই যাঁরা পরিশ্রমে বিশ্বাস করেন, তাঁদের জন্য আসছে সাফল্যের সময়। তবে অহংকার নয়, নম্রতা রাখলে ফল আরও শুভ হবে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement