Ruchak Rajyog Lucky Zodiac: জ্যোতিষ মত অনুসারে মঙ্গল নিজের রাশি বৃশ্চিকে প্রবেশ করে তৈরি করবেন রুচক রাজযোগ। এই রাজযো ৩ রাশির ভাগ্যে বদল আনতে চলেছে। এই ৩ রাশির সৌভাগ্যের বন্যা নিয়ে আসবে।
জ্যোতিষমতে এই রাজযোগকে মঙ্গলকারী রাজযোগ মনে করা হয়। এই রাজযোগ ধনসম্পত্তি ও উন্নতির দিক থেকে সুখ দিতে চলেছে বহু রাশির জাতক জাতিকাকে। দেখা যাক, তারফলে কারা কারা লাভ পাবেন।
সিংহ
মঙ্গলগ্রহ আপনার রাশির চতুর্থভাবে বিরাজ করবেন। এই সময় আপনি পার্থিব কোনও সুখ শান্তি পেতে পারেন। এই সময় কিনতে পারেন কোনও গাড়ি বা সম্পত্তি। আপনি পৈতৃক সম্পত্তির সুখ পেতে পারেন। আপনার বন্ধু বেড়ে যেতে পারে এই সময়। চাকরি বা ব্যবসার দিক থেকে সাহায্য পাবেন। এই সময় বেড়ে যেতে পারে সহযোগিতা। সামাজিক ক্ষেত্রে যাতায়াত বাড়তে পারে। জমি বাড়ির সঙ্গে জড়িত কাজ ভালো জায়গায় যাবে। ভালো লাভ পেতে পারেন।
বৃশ্চিক
মঙ্গল গ্রহ আপনার রাশির ষষ্ঠভবে সঞ্চরণ করছেন। আইনি কোনও ঝামেলাঝাঁটি থেকে এই সময় মুক্তি পেতে পারেন। এই সময় পেতে পারেন মানসিক শান্তি। এই সময় আপনার খুশি আনন্দে হু হু করে বৃদ্ধি হবে। সামাজিকতার দিক থেকেও আপনার চেনা জানা অনেক বাড়বে। অনেকের সঙ্গে সম্পর্ক আগের থেকেও ভালোর দিকে যাবে। আয় বৃদ্ধি হতে পারে। প্রমোশনের সুযোগ রয়েছে। আপনার টাকা পয়সার সেভিং হতে পারে।
কর্কট
মঙ্গল গ্রহ আপনার গোচর কুণ্ডলীতে কেরিয়ার আর ব্যবসার দিক থেকে লাভ দেবে। এই সময় কাজে ভালো সাফল্য পাবেন। চাকরিরতরা কোনও ভালো সংস্থায় আরও ভালো কোনও চাকরির সুযোগ পেতে পারেন। কাজের দিক থেকে ভালো সাফল্য আসবে। চাকরিরতদের অফিসে জুনিয়ার ও সিনিয়রদের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায়ীরা ভালো কোনও লাভ পাবেন। চাকরি ও ব্যবসায় আসবে উন্নতি। সামাজিক দিক থেকে পাবেন মান সম্মান।