জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জীবনে অশুভও হতে পারে। বৃহস্পতি ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়।
অক্টোবর মাসের ১৩ তারিখ শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ৭ নভেম্বর পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে। আর এই রাশির সপ্তম ঘরে অবস্থান করছে বৃহস্পতি গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি ও শুক্র পরস্পরের থেকে সাতটি ঘরের দূরত্বে থাকলেই 'সমসপ্তক রাজযোগ’ গঠিত হয়। এই দুই গ্রহের মিলনে এই রাজযোগ তৈরি হবে। এই যোগ অত্যন্ত শুভ সময়। এ সময় কিছু রাশির আর্থিক দিকে লাভ হবে, জানুন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন তালিকায়।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কেরিয়ার থেকে ব্যবসায় উন্নতির মুখ দেখবেন আপনারা। চাকরিতে খুব ভালো সময়। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এসময়ে দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা-মায়ের পূর্ণ আশীর্বাদ পাবেন আপনি। এসময় নতুন ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই পরিবারের মত নিয়ে তবেই করবেন।
বৃশ্চিক রাশি (Scorpio)
এই রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির ব্যক্তিদের ওপর। এই সময় আপনার শরীর ভালোই থাকবে। তবে কর্মজীবনে খুব সফলতা আসবে। এসময় আপনারা যারা চাকরি পরীক্ষা দিয়েছেন তাদের সাফল্যের সময় শুরু হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। পুরনো চাকরিতে বেতন বাড়তে পারে আপনার। এসময় যারা রাজনীতি করছেন তাদের সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। নতুন সম্পত্তি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির ব্যক্তিদের উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। এই সময়ে আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তাছাড়া আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। এ সময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।