Advertisement

Samsaptak Yog Diwali Rashi: কালীপুজোর আগে সমসপ্তক যোগ, ৩ রাশিকে ভরিয়ে দেবেন বড়বাবা

Shani Vakri 2025: গত ১১ অক্টোবর সমসপ্তক যোগ গঠিত হয়েছে। তার প্রভাব ইতিমধ্যেই আসতে শুরু করেছে। অন্য়দিকে সামনেই দীপাবলি, কালীপুজো। মা কালী সকলের জীবন থেকে দুঃসময় দূর করবেন।

Shani Vakri 2025 Diwali Effect: সমসপ্তক যোগে ৩ রাশির ভাগ্যোন্নতি।Shani Vakri 2025 Diwali Effect: সমসপ্তক যোগে ৩ রাশির ভাগ্যোন্নতি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 7:00 PM IST
  • গত ১১ অক্টোবর সমসপ্তক যোগ গঠিত হয়েছে।
  • তার প্রভাব ইতিমধ্যেই আসতে শুরু করেছে।
  • অন্য়দিকে সামনেই দীপাবলি, কালীপুজো।

Shani Vakri 2025: গত ১১ অক্টোবর সমসপ্তক যোগ গঠিত হয়েছে। তার প্রভাব ইতিমধ্যেই আসতে শুরু করেছে। অন্য়দিকে সামনেই দীপাবলি, কালীপুজো। মা কালী সকলের জীবন থেকে দুঃসময় দূর করবেন। আর এই বিশেষ সময়েই শনির পজিশন থেকে মিলছে বড়সড় ইঙ্গিত। সব মিলিয়ে আসন্ন কালীপুজোয় ৩ রাশির জীবনে বড়সড় পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে। দীপাবলি মানেই আলো, আনন্দ আর নতুন সূচনা। তবে এবার সেই দিনই বক্র বা উল্টো পথে আসতে চলেছেন শনি দেব। এই ঘটনাকে বলা হয় ‘শনি বক্রী’।জ্যোতিষ মতে, এটি এক বিরল ঘটনা।

এই সময় শনি দেব থাকবেন মীন রাশিতে। তিনি ন্যায়ের দেবতা। যার যেমন কর্ম, ঠিক তেমনই ফল দেন তিনি। তাই তাঁর বক্র গতি মানেই জীবনে পরিবর্তনের ইঙ্গিত। এ সময় পুরনো সমস্যা মিটে যেতে পারে, আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। কেউ সম্মান বা উন্নতির সুযোগও পেতে পারেন। 

জ্যোতিষীরা বলছেন, এই দীপাবলির শনি বক্রীর ঘটনায় বৃষ, মিথুন, মকর এবং কুম্ভ রাশির মানুষের জীবনে বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে। আসুন দেখে নেওয়া যাক সেই বিষয়ে বিস্তারিত।

বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতকরা এই সময়ে অর্থলাভের সুযোগ পাবেন। পুরনো কোথাও থেকে টাকা ফিরে আসতে পারে। নতুন উপার্জনের দরজা খুলে যেতে পারে। কর্মজীবনে আসবে পরিবর্তন। প্রমোশন বা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরেও সুখের পরিবেশ থাকবে। কোনও পুরনো ইচ্ছে পূর্ণ হতে পারে।

মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতকদের জন্য সময়টি শুভ। নতুন কাজ শুরু করার সুযোগ আসতে পারে। শনি দেবের আশীর্বাদে পরিশ্রমে সাফল্য মিলবে। বন্ধু বা পরিবারের সাহায্যে এগোবেন জীবনে। আত্মবিশ্বাস বাড়বে, মানসিক শক্তিও বাড়বে।

মকর রাশি (Capricorn)
মকর রাশির অধিপতি স্বয়ং শনি দেব। তাই এই বক্রী গতি তাঁদের জন্য সৌভাগ্য আনবে। নতুন বাড়ি বা জমি কেনার সম্ভাবনা থাকবে। সম্মান, জনপ্রিয়তা ও দায়িত্ব বাড়বে। বিবাহিত জীবনে আসবে মধুরতা। পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।

Advertisement

কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির জন্য এই সময় আশীর্বাদস্বরূপ। আর্থিক উন্নতির সুযোগ মিলবে। নতুন আয় বা বিনিয়োগের পথ খুলবে। সমাজে বাড়বে সম্মান ও প্রভাব। আত্মবিশ্বাস বাড়বে, জীবন হবে ভারসাম্যপূর্ণ।

 দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement