
বছরের শুরুতেই সরস্বতী পুজো। ঘরে ঘরে পূজিত হবেন বাগদেবী। জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর কৃপায় জাতক শিক্ষা ও শিল্পে বিশেষ উন্নতি করতে পারেন। এই বছর ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পালন করা হবে। সরস্বতী পুজোর আগে দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকরা সরস্বতীর প্রিয় হন। জ্যোতিষ গণনা অনুসারে চার রাশির জাতকদের ওপর মা সরস্বতীর বিশেষ কৃপা থাকে। বিদ্যা-বুদ্ধিতে এঁরা শীর্ষে পৌঁছন। জেনে নিন কোন কোন রাশির জাতকরা দেবী সরস্বতীর বিশেষ প্রিয়।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের ওপর বিশেষ কৃপা থাকে দেবী সরস্বতীর। বাগদেবীর আশীর্বাদ, সঙ্গে নিজেদের পরিশ্রম ও ইচ্ছাশক্তির জোরে জ্ঞান-বুদ্ধিতে অন্যদের হারিয়ে সহজেই এগিয়ে যান মেষ রাশির জাতকরা। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। নিজেদের রাগ ও কথায় নিয়ন্ত্রণ রাখলে জীবনে বহু উন্নতি করতে পারবেন এঁরা।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। লক্ষ্মীর পাশাপাশি এই রাশির জাতকরা মা সরস্বতীরও প্রিয় হন। এঁরা অত্যন্ত পরিশ্রমী এবং একবার যা করবেন বলে ঠিক করেন তা করেই ছাড়েন। সরস্বতীর কৃপায় এঁদের শিক্ষা ও বুদ্ধি অন্যদের থেকে অনেকটাই বেশি হয়।
কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি গ্রহ চাঁদ। মা সরস্বতী এই রাশির জাতকদের উপর প্রীত থাকেন। তাই সরস্বতীর আশীর্বাদ সহজেই লাভ করেন এঁরা। শিক্ষা ও শিল্পক্ষেত্রে নিজেদের ছাপ রাখতে পারেন এই রাশির জাতকরা।
মিথুন রাশি
মা সরস্বতীর কৃপাদৃষ্টি পেয়ে ধন্য হন মিথুন রাশির জাতকরা। এই রাশির অধিপতি গ্রহ বুধ। জ্ঞান, বুদ্ধি, শিক্ষা ও শিল্পে সব সময় বড় সাফল্য লাভ করতে পারেন এঁরা। এঁদের বাচন ক্ষমতাও হয় চোখে পড়ার মতো।