Advertisement

Sarbartha Siddhi Yog 2025 Rashifal: সর্বার্থ সিদ্ধি যোগে শনিবার থেকে ৫ রাশির দারুণ সময় শুরু

Top 5 Lucky Zodiac Sign, 3 July 2025: সারাদিন সিদ্ধ যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সন্ধে ৭টা ৫১ মিনিট পর্যন্ত থাকবে স্বাতী নক্ষত্র। তারপর শুরু হবে বিশাখা নক্ষত্র। কাদের ভাল সময় শুরু হচ্ছে জেনে নিন।

সর্বার্থ সিদ্ধি যোগে শনিবার থেকে ৫ রাশির দারুণ সময় শুরুসর্বার্থ সিদ্ধি যোগে শনিবার থেকে ৫ রাশির দারুণ সময় শুরু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 5:18 PM IST

Sarbartha Siddhi Yog 2025 Rashifal: শনিবার ৪টে ৫৭ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল গ্রহরাজ শনির দিন। আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

শনিবার ৫ জুলাই ২০২৫ (Horoscope Today)। চাঁদ আজ সারাদিন তুলা রাশিতে গোচর করবে। সূর্য এখন মিথুন রাশিতে অবস্থান করছে। সারাদিন সিদ্ধ যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সন্ধে ৭টা ৫১ মিনিট পর্যন্ত থাকবে স্বাতী নক্ষত্র। তারপর শুরু হবে বিশাখা নক্ষত্র।
১. মেষ রাশি
আজ নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন মেষ রাশির জাতকরা। পারিবারিক সমস্যার সমাধান হবে। বৈদেশিক ব্যবসায় পুঁজি নিয়োগ করলে লাভ হবে। সন্তানের উচ্চবিদ্যায় আগ্রহ বাড়বে। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে।

২. মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের গুরুজনের স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘমেয়াদি প্রকল্পে সাফল্য পাবেন। আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। পুরোনো সম্পত্তি বিক্রির যোগ রয়েছে। অংশীদারি ব্যবসায় সমস্যা হতে পারে। অফিসে হিসেবের গোলমাল যাতে না হয়, সেই বিষয়ে সতর্ক থাকুন।

৩. কর্কট রাশি
প্রত্যাশিত ভাবে অর্থপ্রাপ্তি হতে পারে কর্কট রাশির জাতকদের। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ব্যবসায়ীরা সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ঊর্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। বৈদ্যুতিন সামগ্রী, লোহার যন্ত্রাংশের ব্যবসায় অনেকাংশে সুফল পাবেন। বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানি হতে পারে।

8. বৃশ্চিক রাশি
নিজের বুদ্ধি কাজে লাগিয়ে ব্যবসায় সাফল্য পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। কোনও হিতাকাঙ্খী বন্ধুর সাহায্যে আপনার বিয়ের কথা পাকা হতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রতিবেশীর থেকে বিপদের আশঙ্কা রয়েছে। অপ্রত্যাশিত আয়ের সুযোগ পেতে পারেন।

৫. মকর রাশি
আজ প্রতিভার স্বীকৃতি এবং সম্মান পাবেন মকর রাশির জাতকরা। উপযুক্ত জায়গায় অর্থ বিনিয়োগ করলে মুনাফা আসবে। উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজে লাগিয়ে সমস্যার সমাধান করতে পারবেন। আত্মীয়দের প্ররোচনায় সংসারে অশান্তি হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement