Advertisement

Saturn Lucky Zodiacs From Ekadashi: একাদশী থেকে বড়বাবার কৃপায় ৩ রাশি, ধনবর্ষা

দীপাবলির আগে, বিজয়া দশমীর ঠিক পরের দিনই স্থান পরিবর্তন করতে চলেছে শনি। ৩ অক্টোবর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছে শনি। বছরের শেষ পর্যন্ত এই নক্ষত্র এবং মীন রাশিতে বিরাজমান থাকবে।

শনি রাশিফলশনি রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 10:46 PM IST
  • ৩ সেপ্টেম্বর শনির নক্ষত্র বদল।
  • শুভ যোগে ৩ রাশি।

নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্র পরিবর্তন করে শনি। শনির অবস্থান প্রভাব ফেলে সব রাশির উপরে। আসলে শনিদেব হলেন কর্মফল দাতা। দীপাবলির আগে, বিজয়া দশমীর ঠিক পরের দিনই স্থান পরিবর্তন করতে চলেছে শনি। ৩ অক্টোবর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছে শনি। বছরের শেষ পর্যন্ত এই নক্ষত্র এবং মীন রাশিতে বিরাজমান থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। শনির এই নক্ষত্র পরিবর্তন ৩ রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর সদয় হবেন শনিদেব-

মিথুন রাশি- শনির অবস্থান পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। কেরিয়ারে সাফল্য পেতে আপনাকে খুব বেশি চেষ্টা করতে হবে না। ব্যবসায়ীরা বড় লাভ করবেন বা ভালো চুক্তি পেতে পারেন। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। অস্বাস্থ্যকর জিনিস খাওয়া এড়িয়ে চলুন। আর্থিক অবস্থাও মজবুত থাকবে।

বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির স্থান পরিবর্তন লাভজনক হতে পারে। এই সময়টি আপনার জন্য শুভ হবে। আপনি মায়ের সঙ্গে সময় কাটাবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। এই সময়টি কেরিয়ারের জন্য শুভ হবে। আপনি কাজে মন দিলেই পাবেন সাফল্য। কমবে মানসিক চাপ।

মকর রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির স্থানবদল অত্যন্ত শুভ হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। ব্যবসায় লাভ। কাজে মন দিলে সাফল্য পাবেন। পরিশ্রমের ফল মিলবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।

Read more!
Advertisement
Advertisement