Advertisement

Saturn Favourite Zodiac Signs: এই ৪ রাশিতে সদয় থাকেন বড়বাবা, পরিশ্রম করলেই পান অপার সাফল্য

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে শনি প্রত্যক্ষ গতিতে চলতে শুরু করেছে। শনির পশ্চাদমুখী গতি নেতিবাচক প্রভাব ফেলে। কারণ শনির পশ্চাদমুখী গতিকে ঝামেলা ও সমস্যা বৃদ্ধি পায়। ২৯ মার্চ রাশি বদল করবেন শনিদেব। প্রবেশ করবেন মীন রাশিতে।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Feb 2025,
  • अपडेटेड 10:11 PM IST
  • শনির কৃপা পান ৪ রাশির জাতক-জাতিকারা।
  • জীবনে উন্নতি করেন তাঁরা।

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে ন্যায়বিচার, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের দেবতা বলা হয়েছে। মানুষকে কর্ম অনুযায়ী ফল দেন শনিদেব। সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ শনি। প্রায় আড়াই বছর ধরে একই রাশিতে রাজত্ব করে। তারপর অন্য রাশিতে চলে যায়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে শনি প্রত্যক্ষ গতিতে চলতে শুরু করেছে। শনির পশ্চাদমুখী গতি নেতিবাচক প্রভাব ফেলে। কারণ শনির পশ্চাদমুখী গতিকে ঝামেলা ও সমস্যা বৃদ্ধি পায়। ২৯ মার্চ রাশি বদল করবেন শনিদেব। প্রবেশ করবেন মীন রাশিতে। শনির কৃপা থাকলে গরিবও ধনী হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে সদয় থাকেন বড়বাবা-

বৃষ রাশি- এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্রদেব হলেন শনিদেবের বন্ধু।  এই কারণেই শনিদেব বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর সদয়। শুক্রের প্রভাবের কারণে এই রাশির জাতক-জাতিকারা শারীরিকভাবে শক্তিশালী এবং উদ্যমী হন। অন্যদিকে শনিদেবের কৃপায় এই ব্যক্তিরা দৃঢ়প্রতিজ্ঞ হন। বৃষ রাশির জাতক-জাতিকাদের শুরুতে অনেক সংগ্রাম করতে হয়। তবে তাঁরা কঠোর পরিশ্রমের ফল পান। বৃষ রাশির ব্যক্তিরা শনির আশীর্বাদে খালি সফলই হন, তাঁরা বিরাট অগ্রগতি লাভ করেন।

তুলা রাশি- তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র। তুলা রাশিতে শনি গ্রহ উচ্চে অবস্থান থাকে। এই কারণে এই রাশি শনিদেবের খুব প্রিয়। এই রাশির জাতক-জাতিকারা জীবনে বিলাসিতা চান। শুক্র দেব এবং শনিদেব দু'জনের আশীর্বাদে সেই ইচ্ছা পূরণ হয়। শুক্রদেবের কৃপায় তুলা রাশির জাতক-জাতিকারা পরিশ্রমী হন। শনির কৃপায় তাঁরা যে কোনও কাজ সুশৃঙ্খলভাবে করতে পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা প্রচুর খ্যাতি এবং সম্পদ লাভ করেন।

মকর রাশি- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি হলেন স্বয়ং শনিদেব। তাই এই রাশির উপর তাঁর বিশেষ আশীর্বাদ থাকে। মকর রাশির জাতক-জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হয়। তাহলেই তাঁরা অপার সাফল্য পান। এই রাশির জাতক-জাতিকারা বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যান। তাতে সাফল্যও পান। এই রাশির জাতক-জাতিকারা সাহসী, পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী হন। তাঁদের মধ্যে নেতৃত্বের গুণাবলীও রয়েছে। তাই তাঁরা কর্মস্থলে বড় পদে যান। তবে তাঁদের সাফল্য আসে অনেক বেশি বয়সে।

Advertisement

কুম্ভ রাশি- কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। শনির প্রভাবের কারণে এই রাশির জাতক-জাতিকারা হন আত্মনির্ভরশীল, পরিশ্রমী এবং চিন্তাশীল। কুম্ভ রাশির জাতক-জাতিকারা সুশৃঙ্খলও হন। সময়ের প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে বিশ্বাসী। কুম্ভ রাশির জাতক-জাতিকারা সব কাজে এগিয়ে থাকেন। তবে সাফল্য পেতে তাঁদের পরিশ্রম করতেই হয়। আসলে শনিদেব পরীক্ষা নিতে ভালোবাসেন। 

Read more!
Advertisement
Advertisement