Advertisement

Saturn Luckiest Zodiacs In 2025: ২০২৫ সালে এই ৪ রাশিতে শনির দয়া, বাধা কেটে বাম্পার কামাই

Saturn transit in Pisces 2025: আগামী ২৯ মার্চ মীন রাশিতে যেতে চলেছে শনি। মীন রাশিতে শনির গমন ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনির শুভ প্রভাব মানুষকে মাটি থেকে আকাশে নিয়ে যেতে পারে।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Jan 2025,
  • अपडेटेड 10:19 PM IST
  • আগামী ২৯ মার্চ মীন রাশিতে যেতে চলেছে শনি।
  • ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

গ্রহ ও নক্ষত্রের দিক থেকে বিশেষ হতে চলেছে নতুন বছর ২০২৫ সাল। রাহু-কেতু ছাড়াও নতুন বছরে ন্যায়দাতা শনিদেবও রাশি পরিবর্তন করবেন। আগামী ২৯ মার্চ মীন রাশিতে যেতে চলেছে শনি। মীন রাশিতে শনির গমন ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনির শুভ প্রভাব মানুষকে মাটি থেকে আকাশে নিয়ে যেতে পারে। ২০২৫ সালে শনির মীন রাশির যাত্রা ৪ রাশির জন্য শুভ হবে। নতুন বছরে শনির শুভ দৃষ্টি কোন কোন রাশিতে থাকবে-

মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছর ভালো যাবে। শনির শুভ প্রভাবের কারণে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। ব্যবসায় লাভ হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছবেন। আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। 

মকর রাশি- শনির রাশি পরিবর্তন মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন। কাজে বাধা কেটে যাবে। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ। জীবনসঙ্গীর সাহচর্য পাবেন। পরিবারে সুখ থাকবে। শনির কৃপায় আপনি সম্পদে ভরপুর থাকবেন। 

ধনু রাশি- ধনু রাশির জাতক-জাতিকারা নতুন বছরে শনির আশীর্বাদ পেতে পারেন। অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যবসায় সম্প্রসারণের ভালো সুযোগ। স্বাস্থ্য আগের থেকে উন্নতি হবে। শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ধনসম্পদও বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি- নতুন বছরে মীন রাশিতে শনির গমন আপনার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করবে। যা প্রয়োজন তা পাওয়া যাবে। আর্থিক সমস্যার সমাধান হবে। সুসংবাদ পাবেন। আপনার আয় বাড়বে। শনির কৃপায় বস্তুগত সুখ বাড়বে। আপনি নতুন সম্পদের অধিকারী হবেন। বাড়বে আয়। 

Read more!
Advertisement
Advertisement