Advertisement

Saturn Lucky And Unlucky Zodiacs: ২৯ মার্চ শনির দশা থেকে মুক্ত এই ৪ রাশি, ৩ রাশির খারাপ সময় শুরু

শনি বর্তমানে রাশি কুম্ভ রাশিতে অবস্থিত। ২৯ মার্চ কুম্ভ রাশিতে প্রায় আড়াই বছর থাকার পর বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করবে। শনির রাশি পরিবর্তনের কারণে সাড়েসাতি এবং ঢাইয়া শুরু হবে।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 8:57 PM IST
  • শনি বর্তমানে রাশি কুম্ভ রাশিতে অবস্থিত।
  • ২৯ মার্চ কুম্ভ রাশিতে প্রায় আড়াই বছর থাকার পর বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করবে।

 শুরু হয়ে গিয়েছে নতুন বছর ২০২৫। ২০২৫ সালে ন্যায় ও কর্মের দাতা শনি প্রায় আড়াই বছর পর রাশি পরিবর্তন করতে চলেছেন। সমস্ত গ্রহের মধ্যে শনি হল সবচেয়ে ধীর গতির গ্রহ। জ্যোতিষশাস্ত্রের শনির প্রভাব বিশেষ তাৎপর্যপূর্ণ। শনি বর্তমানে রাশি কুম্ভ রাশিতে অবস্থিত। ২৯ মার্চ কুম্ভ রাশিতে প্রায় আড়াই বছর থাকার পর বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করবে। শনির রাশি পরিবর্তনের কারণে সাড়েসাতি এবং ঢাইয়া শুরু হবে। শনির রাশি পরিবর্তনের কারণে কোন কোন রাশির জীবনে কী প্রভাব পড়বে, চলুন জেনে নেওয়া যাক। 

মকর রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির শেষ পর্ব চলছে। চলতি বছর ২৯ মার্চ শনি রাশি পরিবর্তন করতে চলেছে। মকর রাশির জাতক-জাতিকাদের শেষ হবে সাড়ে সাতি। এবার শুভ ফল পাবেন তাঁরা। সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক লাভ হবে। আটকে থাকা কাজ শেষ হবে।

কুম্ভ রাশি- বর্তমানে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে। কুম্ভ হল শনির নিজস্ব রাশি বা মূল ত্রিকোণ রাশি। ২৯ মার্চ এই রাশিতে সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে। শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্বটি খুবই বেদনাদায়ক। কিন্তু শনির সাড়ে সাতির তৃতীয় পর্বে কষ্ট কমতে শুরু করে। ২০২৫ সালে কুম্ভ রাশির জাতক-জাতিকারা বিরাট সুবিধা পাবেন। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। ভাগ্যও আপনার সহায় হবে। পুরানো সমস্যার সমাধান হবে।

কর্কট রাশি- ২৯ মার্চ শনির রাশি পরিবর্তন হতে চলেছে। ওই দিনই কর্কট রাশিতে শনির যে ঢাইয়া চলছে তা শেষ হচ্ছে। এই রাশির জাতক-জাতিকারা খারাপ সময় থেকে মুক্তি পেতে পাবেন। তাঁদের জীবনে সুসময় আসবে। কাজের সুফল পেতে শুরু করবেন। সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। ব্যবসায় সাফল্য পাবেন। নতুন চাকরি পেতে পারেন।

বৃশ্চিক রাশি- শনির ঢাইয়ার প্রভাব বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর ২৯ মার্চ পর্যন্ত থাকবে। ফলে তাঁরাও ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছেন। পরিবারে তর্ক-বিতর্ক শেষ হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও আর থাকবে না।

Advertisement

কাদের সমস্যা শুরু হবে?

মীন রাশি- বর্তমানে কুম্ভ রাশিতে শনি থাকার কারণে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। ২৯ মার্চ শনি এই রাশিতে গমনের সঙ্গে সঙ্গেই শুরু হবে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব। ২০২৫ সালে মীন রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলায় জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেবে। আর্থিক ক্ষতি ও চাকরির সমস্যা বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে। কাজে নানা ধরনের বাধা আসতে শুরু হবে। আরও সতর্ক হতে হবে।

মেষ রাশি- মেষ রাশিতে শনির সাড়ে সাতি বা ঢাইয়া নেই। ২৯ মার্চ শনি মীন রাশিতে গমনের সঙ্গে সঙ্গে মেষ রাশিতে সাড়ে সাতি শুরু হবে। শনির সাড়ে সাতির প্রথম দশা শুরু হবে মেষ রাশিতে। চাকরি ও পেশার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাজে আসবে নানা বাধা। প্রতিকূলতার মুখে পড়বেন। 

সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য ২৯ মার্চ শনির রাশি পরিবর্তন হলে ঢাইয়া শুরু হবে। কাজে বিলম্ব  হতে পারে। আসবে নানা বাধাও। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। বাড়িতে ঝামেলা শুরু হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে আপনার। চাকরিতে সহজে কোনও লক্ষ্য অর্জিত হবে না।

 

Read more!
Advertisement
Advertisement