জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন দুইটি গ্রহ একে অপরের থেকে দ্বিতীয় ও দ্বাদশ স্থানে অবস্থান করে বা একে অপরের থেকে ৩০ ডিগ্রির দূরত্বে চলাচল করে, তখন ‘দ্বিদ্বাদশ যোগ’ তৈরি হয়। এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে শনি ও বুধ এমনই এক বিরল দ্বিদ্বাদশ যোগ তৈরি করছে।
এই বিরল গ্রহ-যোগে পাঁচটি রাশির জাতকদের জীবনে আসতে চলেছে বড়ো পরিবর্তন। অর্থ ও কর্মক্ষেত্রে মিলবে সাফল্য। জেনে নিন কোন রাশির জাতকরা এই সময় সবথেকে বেশি লাভবান হবেন।
কন্যা রাশির জন্য এই যোগ সবচেয়ে শুভ
শনি-বুধের দ্বিদ্বাদশ যোগ কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই রাশির জাতকদের জন্য এই সময় চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ প্রবল। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও অর্থ উপার্জনের একাধিক সুযোগ আসবে।
তুলা রাশির সমস্যার অবসান
তুলা রাশির জাতকরা এই সময়ে দীর্ঘদিনের সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁদের জন্য সময় শুভ। জমিজমা সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে।
মকর রাশির পারিবারিক সুখ
মকর রাশির জাতকরা এই সময়ে ধর্মীয় অনুশ্ঠানে অংশ নিতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটবে সুন্দরভাবে। পরীক্ষায় মিলবে সাফল্য। বাবার সহায়তা পাওয়া যাবে। যাত্রার সম্ভাবনা রয়েছে এবং সন্তানের আগমন ঘটতে পারে।
কুম্ভ রাশির জাতকদের সাফল্য
কুম্ভ রাশির জাতকরা বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন। জীবনে আনন্দ আসবে। সবক্ষেত্রে সাফল্য মিলবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে সময় হবে অত্যন্ত ইতিবাচক।
এই বিরল শনি-বুধ সংযোগ ভাগ্য বদলাতে পারে এই পাঁচ রাশির জাতকদের। কর্মক্ষেত্র হোক বা আর্থিক জীবন, সর্বত্রই সাফল্যের সম্ভাবনা প্রবল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়কে কাজে লাগাতে পারলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
ফল হতে পারেন। বাড়ি বা সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। এর পাশাপাশি, আপনি সরকারের কাছ থেকে সুবিধাও পেতে পারেন।