Advertisement

শনির নক্ষত্র পরিবর্তনে আসছে ভাগ্যবদল, এই তিন রাশির জীবনে জোয়ার

এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে তিনটি রাশির জীবনে। তাঁদের কর্মজীবন, আর্থিক দিক ও মানসিক অবস্থায় বড় পরিবর্তন দেখা দিতে পারে। ভাগ্য খুলে যেতে পারে দীর্ঘদিনের বাধা পেরিয়ে। দেখে নেওয়া যাক কোন তিনটি রাশি শনির আশীর্বাদ পেতে চলেছে।

Aajtak Bangla
  • 06 Nov 2025,
  • अपडेटेड 6:24 PM IST

শনিদেব বর্তমানে অবস্থান করছেন মীন রাশিতে। ২০২৬ সালের শুরুতেই তিনি একই রাশিতে থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। কিছুদিন পরই শনি যাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে তিনটি রাশির জীবনে। তাঁদের কর্মজীবন, আর্থিক দিক ও মানসিক অবস্থায় বড় পরিবর্তন দেখা দিতে পারে। ভাগ্য খুলে যেতে পারে দীর্ঘদিনের বাধা পেরিয়ে। দেখে নেওয়া যাক কোন তিনটি রাশি শনির আশীর্বাদ পেতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতকরা সাধারণত পরিশ্রমী এবং লক্ষ্যনিষ্ঠ হন। ২০২৬ সালে তাঁদের পরিশ্রমের সঠিক ফল মিলবে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এক জায়গায় স্থির হয়ে ছিলেন, তাঁদের জন্য নতুন সুযোগের দরজা খুলে যাবে। তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়ানো জরুরি। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে সাফল্য আরও দ্রুত আসবে। অর্থের যোগ বাড়লেও খরচও সমান হারে বাড়বে, তাই চিন্তাভাবনা করে আর্থিক সিদ্ধান্ত নেওয়া ভালো।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য চলছে শনির সাড়ে সাতির শেষ পর্যায়। এই সময়ে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে, কিন্তু পরিকল্পনা মাফিক চললে সাফল্য ধরা দেবে। ২০২৬ সালে চাকরিক্ষেত্রে নতুন দায়িত্ব ও স্বীকৃতি মিলতে পারে। রাগ বা তর্ক এড়ানোই বুদ্ধিমানের কাজ, কারণ তা সম্পর্কের ক্ষতি করতে পারে। পরিবারের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখলে স্থিতি আসবে জীবনে।

আরও পড়ুন

মীন রাশি
মীন রাশির ওপরেই এখন শনির দৃষ্টি সরাসরি, তাই সময়টি একদিকে চ্যালেঞ্জিং, অন্যদিকে সম্ভাবনাময়। কর্মজীবনে চাপ বাড়বে, তবে পরিশ্রমের ফল হাতের নাগালেই। মানসিক দিক থেকে ভারসাম্য রক্ষা করা জরুরি। খারাপ অভ্যাস বা নেগেটিভ চিন্তা ত্যাগ করলে শনির আশীর্বাদ পাওয়া সম্ভব। ধৈর্য ও সততার সঙ্গে কাজ করলে জীবনে উন্নতি নিশ্চিত।

২০২৬ সাল এই তিন রাশির জীবনে বড় মোড় আনতে পারে, কেউ সাফল্যের শিখরে উঠবেন, কেউ খুঁজে পাবেন নিজের স্থিরতা। শনির প্রভাব যেমন ভয় আনতে পারে, তেমনি সঠিক পথে চললে সেই শনি-ই হতে পারেন সৌভাগ্যের কারণ।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement