Advertisement

Sun-Saturn Transit: শনির রাশিতে ঝড়, এবার টাকায় ভাসবে এই ৩ রাশি

Sun-Saturn Transit: শনির প্রভাব মানেই যে খারাপ হবে, এমন কোনও মানে নেই। শনির সঠিক এফেক্টে আপনার জীবন বদলে যেতে পারে। কোনও ব্য়ক্তি সাড়েসাতি বা ঢাইয়ার সময় যে সততা, পরিশ্রম, সাহসের পরিচয় দেন, তাঁদেরই বড় উপহার দেন শনিদেব। 

শনিদেবের প্রভাবে সৌভাগ্যের চূড়ায় ৩ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2024,
  • अपडेटेड 3:34 PM IST

Sun-Saturn Transit: শনির প্রভাব মানেই যে খারাপ হবে, এমন কোনও মানে নেই। শনির সঠিক এফেক্টে আপনার জীবন বদলে যেতে পারে। কোনও ব্য়ক্তি সাড়েসাতি বা ঢাইয়ার সময় যে সততা, পরিশ্রম, সাহসের পরিচয় দেন, তাঁদেরই বড় উপহার দেন শনিদেব। 

এবার সেই উপহার প্রদানেরই যোগ তৈরি হচ্ছে। ৩ রাশির জন্য তা দারুণ লাভজনক হতে পারে। আগে সমীকরণটা বুঝে নেওয়া যাক। 

আসন্ন ২০২৫ সালে, অর্থাৎ নতুন বছরে সূর্য শনির রাশিতে প্রবেশ করতে চলেছেন৷ মকরে সূর্য প্রবেশ করবে। এর ফলেই শুরু হবে মকর সংক্রান্তি৷ 

সূর্য মকরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ৩ রাশির জীবনে পজিটিভ এফেক্ট আসতে শুরু করবে। নিজেরাই সেটা ফিল করতে পারবেন এই ৩ রাশির জাতক-জাতিকারা। তাই আসুন, বেশি দেরি না করে জেনে নেওয়া যাক, শনিদেবের রাশি পরিবর্তনের ফলে কোন ৩ রাশির সুবর্ণ সুযোগ আসতে চলেছে।

মেষ রাশি: সূর্য-শনির যোগে মেষ রাশির জাতক জাতিকারা দারুণ উন্নতির সুযোগ পাবেন। এতদিন ধরে যাঁরা শুধুমাত্র একটি সুযোগের অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য ভাল খবর। শনিদেবের একটি বড় গুণ হল, পরিশ্রমী জাতক-জাতিকাদের প্রতি তিনি বিশেষভাবে সদয় হন। ফলে আপনাকে নিজের ১০০ শতাংশ দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। নিশ্চিত থাকুন, এই মহাবিশ্বই আপনাকে আপনার টার্গেট ছুঁতে সাহায্য করবে। 

স্বাস্থ্যের দিক থেকেও ভাল থাকবেন। আত্মবিশ্বাস বাড়বে। এনার্জেটিক ফিল করবেন। ব্যবসায়ী হন বা চাকুরিজীবী, দুই ক্ষেত্রেই কেরিয়ারের দিক থেকে ভাল সময়। তাছাড়া প্রেম-দাম্পত্যের জন্য সুসময়। আপনার মন-মানসিকতা স্থির থাকবে। ফলে অচিরেই ভালবাসার মানুষের মনও ধরে রাখতে পারবেন। 

বৃষ রাশি: এই রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় আসন্ন। বৃষ রাশির নিয়ন্ত্রক গ্রহ শুক্র। সেই কারণে এই রাশির মানুষরা একটু শৌখিন হন। দামি জিনিসপত্র, বিলাসিতার প্রতি আগ্রহ থাকে। তবে অনেক সময় এই বিলাসিতাই কাল হয়ে দাঁড়ায়। বেশি খরচ হয়ে যায়। 

Advertisement

সূর্যের মকরে প্রবেশের ফলে এই রাশির জাতকদের মাথা ঠাণ্ডা থাকবে। এই সময় আপনার সম্পূর্ণ ফোকাস কাজে রাখুন। তাহলেই হাতেনাতে ফল পাবেন। 

এই রাশির নবম ঘরে সূর্যের বাস। তাই পরীক্ষা, চাকরির চেষ্টায় সাফল্যের সম্ভাবনা তৈরি হবে। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। বিদেশভ্রমণের সুযোগ পাবেন। 

প্রেম-দাম্পত্যে শান্তি থাকবে। তবে এইদিকে এখন বেশি ফোকাস করবেন না। কাজে মনোনিবেশ করুন। এটাই আপনার জীবনে সাফল্য এনে দেবে। 

মকর রাশি: এই রাশির জাতক জাতিকারাও দারুণ সময়। সূর্য রাশির লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে এই সময়ে গোল্ডেন পিরিয়ড কাটাবেন। চাকরি ব্যবসায় সাফল্যের যোগ। পড়াশোনায় মন বসবে। সৃজনশীল কাজের জন্য এই সময়টা ভাল। 

বিবাহিতদের জন্য সময়টা ভাল। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। জীবনে আর্থিক স্বচ্ছলতা আসতে পারে। তবে এক্ষেত্রেও আরও একবার জানিয়ে রাখি, শনিদেবকে তুষ্ট করার একটাই উপায়, সৎ থেকে পরিশ্রম করে চলা। তাতেই দ্রুত ফল দেবেন বড়ঠাকুর।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement