Saturn Transit Effect: জ্যোতিষশাস্ত্রে, শনিগ্রহকে 'ন্যায়ের দেবতা' হিসেবে অভিহিত করা হয়। প্রতি আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে শনি। আর তাতে কোনও ব্যক্তির জীবনে সুখ-দুঃখ, লাভ-ক্ষতি, উন্নতি-অবনতির ঠিক হয়। ২০২২ সালের ৩০শে এপ্রিল শনি মকর রাশি ত্যাগ করে কুম্ভে প্রবেশ করেছেন। সেখানে তিনি ২০২৫ সালের ২৩শে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এই বছর কেমন কাটবে বিভিন্ন রাশির জাতকদের জন্য? এই প্রতিবেদনে আমরা আলোচনা করব শনি কুম্ভে অবস্থানের ফলে সিংহ, বৃষ ও ধনু রাশির উপর শুভ প্রভাব।
শনি কুম্ভে: শুভ প্রভাব এই ৩ রাশির
সিংহ রাশি
বৃষ রাশি
ধনু রাশি
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।