বুধবার শ্রাবণ মাসের শিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। ভগবান শিবের আশীর্বাদ পাবে ৪ রাশি। সুখ-সাফল্য উপচে পড়বে। জেনে নিন বিশদে...
বৃষ রাশি (Taurus):
কপাল খুলবে বৃষ রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য আসবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা লাভবান হবেন।
মিথুন রাশি (Gemini):
ভাগ্য খুলবে মিথুন রাশির জাতকদের। ধনলাভের যোগ রয়েছে। কেরিয়ারে সাফল্য আসবে। ব্যবসায় উন্নতি হবে।
কর্কট রাশি (Cancer):
ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। অর্থলাভ হবে। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। সুখ-শান্তি বাড়বে জীবনে।
বৃশ্চিক রাশি (Scorpio):
সাফল্য আসবে বৃশ্চিক রাশির জাতকদের। ধনলাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য হবে।
অন্য দিকে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের।