Advertisement

Scorpio Ajker Rashifal: বৃশ্চিক রাশির আজ আর্থিক অবস্থা জেনে নিন

Vrishchik Dainik Rashifal 6 December 2021: সম্পদ বৃদ্ধির সময় এসেছে। পরিবারে আনন্দ ও আনন্দ থাকবে। সাফল্যের শতাংশ বেশি থাকবে। অর্জন শেয়ার করবেন। সংগ্রহ সংরক্ষণে আগ্রহী হবে। সঞ্চয়ের ওপর জোর দেওয়া হবে। ভালো অফার বাড়বে। অতিথিদের আগমন বাড়বে। বাক আচরণের সুফল পাবেন। ধৈর্য সহকারে কাজ করবে। ঐতিহ্য মজবুত হবে।

বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Dec 2021,
  • अपडेटेड 7:33 AM IST

বৃশ্চিক রাশি- সম্পদ বৃদ্ধির সময় এসেছে। পরিবারে আনন্দ ও আনন্দ থাকবে। সাফল্যের শতাংশ বেশি থাকবে। অর্জন শেয়ার করবেন। সংগ্রহ সংরক্ষণে আগ্রহী হবে। সঞ্চয়ের ওপর জোর দেওয়া হবে। ভালো অফার বাড়বে। অতিথিদের আগমন বাড়বে। বাক আচরণের সুফল পাবেন। ধৈর্য সহকারে কাজ করবে। ঐতিহ্য মজবুত হবে।

অর্থ লাভ-   কঠোর পরিশ্রম এবং শক্তি দিয়ে নিজের স্থান বজায় রাখুন। আর্থিক বিষয়ে অযত্ন করবেন না। কাজের সামঞ্জস্য স্বাভাবিক হবে। বাধা বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন।

বন্ধুত্ব-    অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলুন। আপনি আপনার প্রিয়জনের সাথে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে পারেন। সবার কথা শুনে  করুন। আপনি প্রয়োজনীয় তথ্য পাবেন। আত্মবিশ্বাস বাড়বে।প্রিয়জনের সুখের জন্য চেষ্টা করবে।

আরও পড়ুন

স্বাস্থ্য মনোবল-  গুরুতর রোগ দেখা দিতে পারে। ঝুঁকি নেবেন না। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। আবেগ নিয়ন্ত্রণ করুন। শৃঙ্খলা উপকারী হবে। 

শুভ অঙ্ক- ২, ৩

শুভ রং - গোলাপি 

আজকের প্রতিকার: উপদেষ্টাদের কথা শুনুন। ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম পাঠ করুন। শিব পরিবারের পূজা করুন।

Read more!
Advertisement
Advertisement