Advertisement

September Born Personality: সেপ্টেম্বরে জন্মানো ছেলেমেয়েদের স্বভাব কেমন, কী কী গুণ থাকে

সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কন্যা এবং তুলা রাশির জাতক-জাতিকা হন। দুই রাশির গুণ সেপ্টেম্বরে জন্মগ্রহণকারীদের মধ্যে দেখা যায়। সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অন্যদের থেকে আলাদা।

সেপ্টেম্বরে জন্মানো লোকেরা কেমন স্বভাবের।সেপ্টেম্বরে জন্মানো লোকেরা কেমন স্বভাবের।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Aug 2025,
  • अपडेटेड 8:45 PM IST
  • সেপ্টেম্বর মাসে জন্মানোরা তুলা ও কন্যা রাশির জাতক।
  • সেপ্টেম্বরে জন্মগ্রহণকারীদের স্বভাব কেমন?

আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসেই পুজো পুজো ভাব! সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন স্বভাবের হন? সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কন্যা এবং তুলা রাশির জাতক-জাতিকা হন। দুই রাশির গুণ সেপ্টেম্বরে জন্মগ্রহণকারীদের মধ্যে দেখা যায়। সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অন্যদের থেকে আলাদা। কী কী গুণ থাকে তাঁদের?

শৃঙ্খলা- সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা শৃঙ্খলায় থাকতে পছন্দ করেন। তাঁরা চান, চারপাশের লোকেরাও এভাবে জীবনযাপন করুন। তাঁরা পরিকল্পনা করে কাজ করতে পছন্দ করেন। বিশৃঙ্খলা মোটেও পছন্দ করেন না। তাঁরা সব কাজেই আগে থেকে পরিকল্পনা করে রাখেন। কোনও কাজ ফেলে রাখেন না।

কঠোর পরিশ্রম- সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব কঠোর পরিশ্রমী হন। তাঁরা কোনও কিছু করার সিদ্ধান্ত নিয়ে থাকলে, সেই কাজে মন-প্রাণ দিয়ে দেন। মন দিয়ে কাজ করেন তাঁরা। সবচেয়ে ভালো দিক হল, তাঁরা কোনও কিছু অর্জনের জন্য শর্টকাট নেন না। পরিশ্রম করেই হাসিল করেন সাফল্য।

যুক্তিবোধ- সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের থাকে প্রখর যুক্তিবোধ। কখনও ভুল সিদ্ধান্ত নেন না। প্রতিটি পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন। এই কারণে তাঁদের কাছ থেকে পরামর্শ নিতে চান অনেকে। সুপরামর্শও মেলে।

ভুলভ্রান্তি- সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা গুণবান হন। তবে তাঁদের খারাপ দিকও রয়েছে। তা হল অন্যদের খাটো করা। অন্যদের সামনে নিজেদের বড় দেখানোর চেষ্টা করেন। নিজের সম্পর্কে এত বেশি কথা বলেন যে কখনও কখনও তা অন্য ব্যক্তিদের কাছে বিরক্তিকর হয়ে ওঠে যায়।

Read more!
Advertisement
Advertisement