Advertisement

Grah Gochar September: পুজোর আগে গোটা মাস ৫ রাশির দারুণ সময়, হাত দিন শুভ কাজে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১০ সেপ্টেম্বর কন্যা রাশিতে বক্রী হচ্ছে বুধ। ২ অক্টোবর ফের মার্গী হবে। ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। ২৪ সেপ্টেম্বর সম্পদ এবং বৈভবের অধিপতি শুক্র গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাবে। এর পর জ্ঞান, বৈরাগ্য এবং শুভ ফলদায়ী বৃহস্পতি সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে কুম্ভ থেকে মকর রাশিতে যাবে। ফলে কয়েকটি রাশির উপর প্রভাব পড়তে চলেছে। 

গ্রহের রাশি বদল। গ্রহের রাশি বদল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Aug 2022,
  • अपडेटेड 3:12 PM IST
  • ১০ সেপ্টেম্বর কন্যা রাশিতে বক্রী হচ্ছে বুধ। ২ অক্টোবর ফের মার্গী হবে।
  • ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে।
  • কোন কোন রাশি প্রভাবিত হবে?

Grah Gochar September 2022: জ্যোতিষশাস্ত্র অনুসারে সেপ্টেম্বর মাসে মোট ৫টি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। এই গ্রহগুলির গমন একাধিক রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সেপ্টেম্বরের শুরুতে রাশিবদল করছে বুধ গ্রহ। সেপ্টেম্বরের শেষে শুক্র কন্যা রাশিতে গমন করবে। সেপ্টেম্বর মাসে ঘটতে থাকা এই রাশি পরিবর্তনের প্রভাব কয়েকটি রাশির উপর পড়তে চলেছে। কোন কোন রাশি লাভবান হবে? 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১০ সেপ্টেম্বর কন্যা রাশিতে বক্রী হচ্ছে বুধ। ২ অক্টোবর ফের মার্গী হবে। ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। ২৪ সেপ্টেম্বর সম্পদ এবং বৈভবের অধিপতি শুক্র গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাবে। এর পর জ্ঞান, বৈরাগ্য এবং শুভ ফলদায়ী বৃহস্পতি সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে কুম্ভ থেকে মকর রাশিতে যাবে। ফলে কয়েকটি রাশির উপর প্রভাব পড়তে চলেছে। 

বৃষ- সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির জাতক-জাতিকদের জন্য শুভ হতে চলেছে। এ মাসে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়বে। মিলবে সাফল্যও। অর্থনৈতিক পরিকল্পনায় পুঁজি ঢালতে পারবেন। ব্যবসায়িক বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। সম্পত্তি, যানবাহন ইত্যাদি কেনার সম্ভাবনা রয়েছে। আরাম সংক্রান্ত কাজে ব্যয় হবে। শিক্ষার্থীরা লেখা-পড়ায় মন বসাতে পারবে। 

আরও পড়ুন

মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটি ভাল যাবে। গ্রহের রাশি পরিবর্তনের কারণে এই রাশির মানুষরা মানসিক ও শারীরিক চাপ থেকে মুক্তি পাবেন। কর্মজীবনে অগ্রসর হওয়ার জন্য অনেক পথ খুলবে। জমি, বাড়ি, যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত কাজের জন্য সময় অনুকূল। বিদেশগামী শিক্ষার্থীদের জন্য এই সময়টা শুভ। 

সিংহ-এই মাসটি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। দূর হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। কর্মক্ষেত্রে সমস্ত স্থবির কাজ সুষ্ঠুভাবে চলবে। সম্মান বাড়বে। চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল। প্রতিপত্তি ও পদোন্নতি লাভের সম্ভাবনা রয়েছে।

কন্যা- এই রাশির জাতক-জাতিকারা বিবিধ সুবিধা পাবেন। অর্থনৈতিক অবস্থা মজবুত থাকায় ব্যবসায় লাভ হবে। ব্যবসায় অগ্রগতি হওয়ার যোগ। অর্থ ও আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকবে। কোনও ধর্মীয় স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

Advertisement

বৃশ্চিক -আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। কর্মক্ষেত্রে অতীতে আটকে থাকা সমস্ত কাজ সুষ্ঠুভাবে চলবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আদালত সম্পর্কিত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। ব্যবসায়িক বিষয়গুলির নিষ্পত্তি হবে। অর্থ আসবে হাতে। 

Read more!
Advertisement
Advertisement