শীঘ্রই শুরু হচ্ছে নতুন বছর। ২০২৩ সালে কেরিয়ার,ব্যবসা, চাকরি, স্বাস্থ্য, প্রেমজীবন, শিক্ষা এবং আর্থিক জীবন নিয়ে সকলে আগ্রহী। ২০২৩ সালটি খুব বিশেষ হতে চলেছে। আগামী বছর বৃহস্পতি, শনি এবং রাহু রাশি পরিবর্তন করতে চলেছে। যা ১২টি রাশিকেই প্রভাবিত করবে। বৃহস্পতি ও শনির রাশির পরিবর্তনের কারণে নির্দিষ্ট কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। ৫ রাশির জন্য শুভ হতে চলেছে ২০২৩ সাল। তেমনই অশুভ ফল নিয়ে আসতে চলেছে ৪ রাশির জীবনে।
মেষ- এই রাশির জাতক-জাতিকাদের দশম ঘরের অধিপতি শনি। ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। যা মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে উন্নতি হবে। বাড়বে আর্থিক লাভ। চাকরির দিক থেকে বছরটি দারুণ কাটবে। বিনিয়োগের জন্য বছরটি খুবই শুভ হবে। অন্যদিকে, ২০২৩ সালের এপ্রিল মাসে দেবগুরু আপনার রাশিতে প্রবেশ করবেন। যা আপনার জীবনে দুর্দান্ত উন্নতি আনবে। নতুন সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে বছরটি খুব চমৎকার কাটবে। ভাগ্যের সঙ্গ পাবেন। এছাড়া সারাবছর শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন।
কন্যা- বছরের প্রথম মাসে কুম্ভ রাশিতে শনির গমন আপনার জন্য শুভ লক্ষণ। কর্মজীবনে উন্নতি হবে। অন্যদিকে, এপ্রিল মাসে আপনার রাশির সপ্তম ঘরে বৃহস্পতির আগমন দারুণ সুবিধা দেবে। চাকরিজীবীরা কাঙ্খিত চাকরি পাবেন। কন্যা রাশির জাতক-জাতিকারা বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পাবেন। ২০২৩ সালে আয়ের নতুন পথ তৈরি হবে। বিনিয়োগ করে এ বছর লাভ করতে পারবেন।
ধনু- ২০২৩ সালে ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি শেষ হবে। যে কারণে এই বছরটি আপনার জন্য স্বস্তির বছর হবে। নিজের দক্ষতা অনুযায়ী চাকরি পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। এপ্রিল মাসে বৃহস্পতি মীন থেকে মেষ রাশিতে আসার কারণে আপনার জীবনে বড় বদল আসতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি খুব ভাল যাবে। অন্যদিকে এপ্রিল মাসে আপনার পঞ্চম ঘরে দেবগুরুর গমন ধনু রাশির জাতক-জাতিকাদের শিক্ষাক্ষেত্রে সাফল্য আনবে।
মকর- ২০২৩ সালে শনি মকর থেকে কুম্ভ রাশিতে যাত্রা শুরু করবে। এই রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৩ সাল শুরু হচ্ছে সাড়ে সাতির শেষ পর্ব। ১৭ জানুয়ারি যখন শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে। কেরিয়ারে উন্নতি করবেন। ২০২৩ সালে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করার পর সৌভাগ্য লাভ করবেন। সেজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এপ্রিলের পরে আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।
কোন কোন রাশির জন্য অশুভ-
মীন-মীন রাশিতে শনির গমনের সঙ্গে সঙ্গে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। এই পর্বে শনিদেব কষ্ট দেবেন। কাজে আসবে বাধাবিঘ্ন। আর্থিক উন্নতি হবে না। কর্মস্থলে সমস্যা তৈরি হবে।
কুম্ভ- কুম্ভ রাশিতে শনির গমনের সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে। কুম্ভ রাশির অধিপতি শনি গ্রহ। জ্যোতিষীদের মতে,শনির অশুভ অবস্থান কুম্ভ রাশির মানুষের উপর কম প্রভাব ফেলে। তবে কুম্ভ রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতির সময় উত্থান-পতনের সম্মুখীন হতে হতে পারেন। কাজে আসবে বাধাবিঘ্ন।
কর্কট- ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে কর্কট রাশিতে শনি ঢাইয়া শুরু হবে। শনি ঢাইয়া শুরু হলে কর্কট রাশির জাতক-জাতিকাদের অসুবিধা বাড়তে পারে। অর্থের বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। কাজে আসবে বাধাবিঘ্ন।
বৃশ্চিক-এই রাশির জাতক-জাতিকাদের উপর কর্কট রাশির মতো শনির ঢাইয়ার প্রভাব পড়বে। নিজের কথাবার্তায় সংযম রাখুন। বিতর্ক থেকে দূরে থাকুন। অর্থের দিকে বিশেষ যত্ন নিন। খরচ বাড়তে পারতে পারে। কর্মস্থলে নিজেকে সংযত রাখুন।
আরও পড়ুন- টাকা থাকছে না? মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে কেটে যাবে সব বাধা