বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৩ সালের শুরুতে শনি গ্রহের দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। ১৭ জানুয়ারি প্রথম শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ৩০ বছর পর কুম্ভে শনির গোচর হল। এর কয়েকদিন পর, অর্থাৎ ৩০ জানুয়ারি ২০২৩-এ শনিদেব তাঁর মূল ত্রিভুজ রাশি কুম্ভে অস্তমিত (Shani Asta) হতে চলেছেন। এইভাবে ১৫ দিনের মধ্যে শনির চলনে পরপর পরিবর্তন ১২টি রাশির ওপরে বড় প্রভাব ফেলবে। এক্ষেত্রে ৪টি রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহ খুবই ফলদায়ক হতে পারে।
মেষ রাশি (Aries) - মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির গোচর ও অস্তমিত হওয়া খুবই শুভ। এই ব্যক্তিদের কর্মজীবনে শনি দারুণ সুবিধা দেবে। পদোন্নতির সম্ভাবনা থাকবে। আয় বাড়বে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা লাভবান হবেন। ব্যবসা বাড়বে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে। যাঁরা নতুন বাড়ি বা যানবাহন কিনতে চাইছেন, তাঁদেরও ইচ্ছা পূরণ হবে।
বৃষ রাশি (Taurus) - ১৭ জানুয়ারিতে শনির গোচর এবং তার পরে ৩০ জানুয়ারি অস্তমিত হওয়ার ফলে বৃষ রাশির জাতক জাতিকারা বড়সড় সুবিধা পেতে পারেন। এই রাশির মানুষদের চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা প্রবল। আয় বৃদ্ধি হবে। কেরিয়ারে যে সাফল্যের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন তা এখন হাতের মুঠোর আসতে পারে। সমাজে প্রভাব প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি পাবে। এতদিন জীবনে যেসব সমস্যা ছিল, সেগুলো আপনা-আপনি দূর হয়ে যাবে।
কন্যা রাশি (Virgo) - শনির অস্ত কন্যা রাশির জাতকদেরও দারুণ উপকার দেবে। শত্রুরা পরাজিত হবে। রোগ থেকে মুক্তি পাবেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যও ভাল থাকবে। সাহস ও শক্তি বৃদ্ধি পাবে। যে কোনও কাজ দ্রুত সম্পন্ন হবে এবং বড় কোনও বিষয়ে স্বস্তি দেবে। চাকরি-ব্যবসার জন্যও সময়টা ভাল যাবে।
মকর রাশি (Capricorn) - শনি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং আগামী ৩০ জানুয়ারি এই রাশিতে অস্ত যাচ্ছে। এই দুটি পরিবর্তনই মকর রাশির জাতকদের জন্য শুভ। এই রাশির মানুষদের আয় বাড়বে। পদোন্নতি পাওয়া যাবে। ব্যবসাতেও লাভ হবে। কাজ দ্রুত সম্পন্ন হবে।
আরও পড়ুন - আপাতত শুষ্কই বঙ্গের আবহাওয়া, তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে; কতদিন?